Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দ্বিতীয় ট্রাম্প জমানার সূচনার ২৪ ঘণ্টাও হয়নি। এর মধ্যেই শুরু হয়ে গেল তাঁর আমেরিকান মাটি থেকে অবৈধ উদ্বাস্তুদের খেদানোর কাজ। ব্লুমবার্গের এক প্রতিবেদন অনুযায়ী, প্রায় ১৮,০০০ ভারতীয় নাগরিককে আমেরিকা থেকে ভারতে ফেরত পাঠাতে চলেছে ট্রাম্প প্রশাসন। নয়াদিল্লিও তাদের ফিরিয়ে নিতে প্রস্তুত বলে দাবি করা হয়েছে এই প্রতিবেদনে।
এক সূত্রকে উদ্ধৃত করে ব্লুমবার্গ জানিয়েছে, আমেরিকা ও ভারত মিলেই এই ১৮,০০০ অবৈধ ভারতীয় উদ্বাস্তুকে চিহ্নিত করেছে। যদিও, অবৈধ উদ্বাস্তুর প্রকৃত সংখ্যাটা এর থেকে অনেক বেশি বলে দাবি করেছে ওই সূত্র। ট্রাম্প ক্ষমতা গ্রহণ করলেও, আমেরিকায় এখনও অবৈধ উদ্বাস্তুদের শনাক্ত করা শুরু হয়নি।
অবৈধ উদ্বাস্তুদের আমেরিকা ছাড়া করার প্রতিশ্রুতি সেই নির্বাচনের প্রচার পর্ব থেকেই দিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প। গত নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসের বিরুদ্ধে তাঁর চমকপ্রদ জয়ের পিছনেও এটা অন্যতম বড় কারণ ছিল বলে মনে করা হয়। প্রেসিডেন্ট হিসেবে তাঁর প্রথম ভাষণেও তিনি একই বার্তা দিয়েছেন। তার একদিন পরই ১৮,০০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠানোর খবর সামনে এল।
তবে মজার বিষয় নয়াদিল্লিও এই বিষয়ে হোয়াইট হাউসের বিরুদ্ধে যেতে নারাজ। সূত্রের খবর, ভারতের আশা এই বিষয়ে ট্রাম্পের পাশে থাকলে, অন্য অনেক দিকে সুবিধা পাওয়া যেতে পারে। বিশেষ করে বাণিজ্যের ক্ষেত্রে ট্রাম্প যে শুল্ক বৃদ্ধির হুমকি দিয়েছেন, ভারত তা থেকে ছাড় পেতে পারে।
২০২৪ সালের পিউ রিসার্চ সেন্টারের অনুমান অনুসারে, আমেরিকায় মেক্সিকো থেকে আসা অবৈধ উদ্বাস্তুদের সংখ্যা সবথেকে বেশি, ৪০ লক্ষ। এর পর আছে এল সালভাদর (৭.৫ লক্ষ)। আর তার পরই ভারত। বর্তমানে ৭.২৫ লক্ষ অবৈধ ভারতীয় উদ্বাস্তু আছেন আমেরিকায়।
আরও পড়ুন:– আপনার আধার কার্ড কি অন্য় কোথাও ব্যবহার হচ্ছে! কী করে বুঝবেন? এক ক্লিকে দেখে নিন
আরও পড়ুন:– অজানা উপসর্গে পরপর ১৭ মৃত্যু, নমুনায় বিষের হদিশ, কী হচ্ছে কাশ্মীরের এই গ্রামে?