Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আরজি করের ঘটনায় শুধু সঞ্জয় রায় নয়, আরও অনেকে যুক্ত বলে প্রথম থেকেই সন্দেহ প্রকাশ করেছেন নির্যাতিতার বাবা–মা। এই মামলায় সিবিআই যে চার্জশিট জমা দিয়েছিল, তার প্রেক্ষিতে বেশ কয়েক দফা প্রশ্ন তুলে তাঁরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। বুধবার (২২ জানুয়ারি) দেশের শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে এই মামলাটির শুনানি হওয়ার কথা।
নির্যাতিতার পরিবারের আশা, সত্য খুঁজে বের করার জন্য আদালতের নজরদারিতে আরও তদন্ত হলে অনেক তথ্যই উঠে আসবে। এ ক্ষেত্রে সুপ্রিম কোর্টই পথ দেখাবে বলে তাঁদের আশা। সুপ্রিম কোর্টের এ দিনের শুনানির গতিপ্রকৃতি দেখে আগামী ৫ ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্ট তাদের কাছে বিচারাধীন আরজি কর সংক্রান্ত মামলাটির শুনানি করতে পারে।
এই মামলার এখনও পর্যন্ত শুধুমাত্র সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি), তাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে শিয়ালদহ কোর্ট। কিন্তু, নির্যাতিতার বাবা-মায়ের পাশাপাশি আরও অনেকেই মনে করেন, সে একা এই ঘটনায় যুক্ত নয়। নেপথ্যে রয়েছে আরও কেউ কেউ। এই অবস্থায়, সুপ্রিম কোর্টের এ দিনের শুনানির দিকে তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট সব পক্ষ।
আরও পড়ুন:– আপনার আধার কার্ড কি অন্য় কোথাও ব্যবহার হচ্ছে! কী করে বুঝবেন? এক ক্লিকে দেখে নিন
আরও পড়ুন:– অজানা উপসর্গে পরপর ১৭ মৃত্যু, নমুনায় বিষের হদিশ, কী হচ্ছে কাশ্মীরের এই গ্রামে?