Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সকল উচ্চমাধ্যমিক উত্তীর্ণ প্রার্থীদের জন্য বিরাট সুখবর। ভারতীয় কোস্ট গার্ডের পক্ষথেকে নাবিক পদে কর্মী বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই বিজ্ঞপ্তিতে ২৯৯ টিরও বেশি শূন্যপদ উল্লেখ করা হয়েছে। তাহলে এখানে যে সকল প্রার্থীরা আবেদন করতে চাইছেন, তারা এই প্রতিবেদনের মাধ্যমে জেনেনিন আবেদন করার পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা এবং নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত।
ICG Navik Recruitment 2025: বিবরণ
পদের নাম: এখানে দেশীয় শাখা নাভিক ও সাধারণ দায়িত্ব নাভিক পদে কর্মী নিয়োগ হবে।
মোট শূন্যপদ: এখানে সবমিলিয়ে মোট ৩০০ টি শূন্যপদ রয়েছে। যেমন- দেশীয় শাখা নাভিক পদে মোট ৪০ জন ও সাধারণ দায়িত্ব নাভিক পদে মোট ২৬০ জন কর্মী নিয়োগ হবে।
মাসিক বেতন: চাকরির জন্য নির্বাচিত হওয়া প্রার্থীদের এখানে বেতন দেওয়া হবে ২১,৭০০/- টাকা।
যোগ্যতার বিবরণ (Indian Coast Guard Navik Recruitment 2025 Eligibility Criteria)
শিক্ষাগত যোগ্যতা: এখানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা: এখানে ১৮ থেকে ২২ বছরের মধ্যে থাকা প্রার্থীরা আবেদন করার যোগ্য।
আবেদন পদ্ধতি (Indian Coast Guard Navik Recruitment 2025 Application Process)
ভারতীয় কোস্ট গার্ডের নাবিক পদে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। এরজন্য প্রার্থীরা প্রথমে ভারতীয় কোস্ট গার্ডের অফিসিয়াল পোর্টালে (joinindiancoastguard.cdac.in) গিয়ে ইমেল আইডি ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করবেন। তারপর আবেদন ফর্মের লিংকে ক্লিক করে প্রার্থীর যাবতীয় কার্যক্রমের তথ্য দিয়ে ফর্মটি পূরণ করবেন এবং প্রয়োজনীয় নথি গুলো সাইজ অনুযায়ী আপলোড করবেন। তারপর আবেদন মুল্য প্রদান করে সাবমিট বাটনে ক্লিক করে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে দিবেন।
গুরুত্বপূর্ণ তারিখ: ভারতীয় কোস্ট গার্ডের নাবিক পদে অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে ১১/০২/২০২৫ তারিখে এবং আবেদন শেষ হবে ২৫/০২/২০২৫ তারিখে।
আপনি যদি ডেইলিহান্টে এই প্রতিবেদন দেখে থাকেন তবে সমস্ত প্রকারের প্রয়োজনীয় লিঙ্ক আপনি Banglanewsdunia.com ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন।
নিয়োগ প্রক্রিয়া (ICG Navik Recruitment 2025 Selection Process)
প্রার্থীদের এখানে কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষা, শারীরিক ফিটনেস টেস্ট (PFT) এবং নথি যাচাইকরণ, মেডিক্যাল পরীক্ষা এবং চূড়ান্ত মেধা তালিকা প্রণয়ন হবে তারপর সর্বশেষে মেরিড লিস্টের উপর ভিত্তি করে চাকরির জন্য নির্বাচিত করা হবে।
প্রার্থীরা যদি আরো বিস্তারিত ভাবে জানতে চাইছেন তাহলে নিচে দেওয়া পিডিএফ ফাইলটি ডাউনলোড করে পড়ে দেখে নিবেন।
প্রয়োজনীয় লিঙ্ক
আবেদন লিঙ্ক | Apply Now |
অফিসিয়াল ওয়েবসাইট | joinindiancoastguard.cdac.in |
আরও পড়ুন:– আপনার আধার কার্ড কি অন্য় কোথাও ব্যবহার হচ্ছে! কী করে বুঝবেন? এক ক্লিকে দেখে নিন
আরও পড়ুন:– অজানা উপসর্গে পরপর ১৭ মৃত্যু, নমুনায় বিষের হদিশ, কী হচ্ছে কাশ্মীরের এই গ্রামে?