Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সুইৎজারল্যান্ড থেকে সপরিবারে ছুটি কাটিয়ে ফিরে মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাটে এক ব্যক্তির ছুরির আঘাতে ক্ষতবিক্ষত হন বলিউড তারকা সইফ আলি খান। সেই রাতেই তাঁকে রক্তাক্ত অবস্থায় লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। দ্রুত শুরু হয় অপারেশন।
৬ বার ছুরির কোপ পড়েছিল সইফের দেহে। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে। থানে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
এদিকে সইফ আলি খানের মত অভিনেতার বাড়িতে রাতে একজন ঢুকে পড়ল। তাঁর একটি ঘরে লুকিয়ে রইল। তাকে দেখতে পাওয়ায় প্রথমে সইফের সন্তানদের দেখভালে নিযুক্ত এক মহিলার সঙ্গে তার ধস্তাধস্তি হল। তাঁকে বাঁচাতে এসে সইফ এভাবে ক্ষতবিক্ষত হলেন।
এসব ঘটনা একটাই প্রশ্ন বারবার সামনে আনছে। সইফের বাড়িতে সুরক্ষার এমন বেহাল দশা কেন। যেখানে তাঁর মত তারকা, তাঁর তারকা স্ত্রী করিনা কাপুর খানের বাস, সেখানে এভাবে একজন ঢুকল কীভাবে? সে প্রশ্ন বারবার উঠছে।
সইফ আলি খান হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তাই প্রথমেই তাঁর সুরক্ষা জোরদার করা হচ্ছে। আর সেই সুরক্ষার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন আর এক বলি অভিনেতা রণিত রায়।
সিনেমা থেকে টিভির পর্দা। রণিত রায় কিন্তু নিজেও এক নামকরা তারকা। সেই সঙ্গে তিনি একটি সুরক্ষা এজেন্সিও চালান। নাম এস সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন এজেন্সি। এবার অভিনেতা রণিত রায়ের সেই সংস্থাই সইফ আলি খানের সুরক্ষার দায়িত্ব পেয়েছে।
আরও পড়ুন:– আপনার আধার কার্ড কি অন্য় কোথাও ব্যবহার হচ্ছে! কী করে বুঝবেন? এক ক্লিকে দেখে নিন
আরও পড়ুন:– অজানা উপসর্গে পরপর ১৭ মৃত্যু, নমুনায় বিষের হদিশ, কী হচ্ছে কাশ্মীরের এই গ্রামে?