Bangla News Dunia, Pallab : যত সময় এগোচ্ছে ততই জনপ্রিয়তার শিখরে উঠছে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন (Vande Bharat Express)। বর্তমানে এমন কোনো রাজ্য হয়তো বাকি নেই যেখানে এই ট্রেন ছুটছে না। আগামী দিনে আরও এই ট্রেন আনার পরিকল্পনা রয়েছে রেলের। সেইসঙ্গে আরও নিত্য নতুন সংস্করণও লাইনে রয়েছে। তবে এসবের মাঝেই এবার জানা যাচ্ছে যে বন্দে একাধিক পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস। হ্যাঁ ঠিকই শুনেছেন। আপনিও কি ট্রেনে যাত্রা করতে পছন্দ করেন কিংবা আগামী কয়েকদিনের মধ্যে এতে ওঠার প্ল্যান রয়েছে?তাহলে আজকের এই লেখাটি রইল শুধুমাত্র আপনার জন্য।
আরও পড়ুন:– প্রথম দিনেই সাবস্ক্রিপশনের ঢল, এই IPO-তে লগ্নি করলে বাম্পার লাভ হতে পারে
বন্দে ভারত এক্সপ্রেসে একাধিক পরিবর্তন
যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ২০২৫ সালের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে নানা পরিবর্তন ঘটানোর প্ল্যান করেছে ভারতীয় রেল। ট্রেনের বাথরুম থেকে শুরু করে লাইট, আসন সবকিছুই আরও উন্নত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে রেল। একপ্রকার ট্রেনগুলির ভোল বদলে দেওয়ার কাজ করা হবে বলে জানা যাচ্ছে। রেল বোর্ড সূত্রে খবর, আগামী দিনে বন্দে ভারত এক্সপ্রেসে যাত্রীদের আসন আরও বেশি হেলানো থাকবে। গদি হবে আরও বেশি নরম।
সেইসঙ্গে ট্রেনের শৌচালয় ও প্যাসেজের বেসিনের অগভীরতার কারণে নোংরা জল ছিটকে আসে বলে যাত্রীদের দীর্ঘদিনের অভিযোগ। কিন্তু নতুন বন্দে ভারতে ওয়াশ বেসিনের গভীরতাও আরও অনেকটাই বৃদ্ধি করা হচ্ছে। শৌচালয়গুলিতে আরও ভালো ও উজ্জ্বল আলোর ব্যবস্থা করা হবে। নয়া বন্দে ভারত ট্রেনগুলিতে একগুচ্ছ প্রযুক্তিগত পরিবর্তনেরও পথেও হাঁটছে রেলমন্ত্রক।
হু হু করে বাড়ছে ট্রেনের জনপ্রিয়তা
দেশজুড়ে জনপ্রিয় হয়ে ওঠা বন্দে ভারত এক্সপ্রেস আজকাল কোনও সেলিব্রিটির চেয়ে কম নয়। রেলওয়ে প্ল্যাটফর্মে প্রায়ই এই ট্রেনের সঙ্গে সেলফি তুলতে দেখা যায় মানুষকে। রেলওয়ে পরিচালিত এই বিশেষ সেমি-হাইস্পিড ট্রেনটিতে এমন অনেক সুবিধা রয়েছে যা যাত্রীদের যাত্রাকে সহজ এবং আনন্দদায়ক করে তোলে। ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের আওতায় তৈরি এই ট্রেনটিকে মোদী সরকারের স্বপ্নের ট্রেন বলে মনে করা হচ্ছে। রেল ক্রমাগত বন্দে ভারতের সংযোগ বৃদ্ধি করছে। বর্তমানে বন্দে ভারত এক্সপ্রেস ৪১টি রুটে চলাচল করে। আবার সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরেই বন্দে ভারত স্লিপার ট্রেনকেও চলতে দেখা যাবে বলে খবর।