Bangla News Dunia, অজয় দাস :- চাণক্য নীতি অনুযায়ী , চাণক্য বলেছেন প্রতিটি মানুষেরই তাদের জীবনের বিভিন্ন ব্যার্থতা থেকে শিক্ষা নেওয়া উচিত। কোনো বাক্তিকেই ব্যার্থ হয়ে হতাশ পড়তে নেই। সেই ব্যার্থতা থেকে শিক্ষা নিয়ে আবার ঘুরে দাঁড়ানো উচিত। ব্যার্থতা কোনো ব্যাক্তিকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। জীবনে এমন সময় আসে যে কঠোর পরিশ্রম করেও কাঙ্কিত ফল পাওয়া যায় না। আচার্য চাণক্যের মতে এই অবস্থায় কোনো মানুষকেই হতাশ হওয়া উচিত নয়।
যেই সব মানুষের জীবনে কিছু করার জন্য লড়াই করে তাদের জীবনে ব্যার্থতা ও সফলতা দুটোই আসে। কারণ ব্যার্থতা ও সফলতা নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক যুক্ত। জীবনে ব্যার্থতা আসলে সফলতা আসবেই। জীবনে খারাপ সময় আসলেও সাহস হারানো উচিত নয়। খারাপ পরিণতির জন্য শোখ করা উচিত নয়।
আরো পড়ুন :- কিছু গুন থাকলেই আপনি সফল প্রেমিক , বিস্তারিত পড়ুন
জীবনে ব্যার্থতা নিয়ে আতঙ্কিত না হয়ে। সেই ব্যার্থ কেনো এসেছিলো তা বোঝার চেষ্টা করুন। ওই ব্যার্থতা থেকে শেখার চেষ্টা করুন তা হলেই বুঝতে পারবেন আপনার ভুলটি কোথায় ছিল। একবার ভুল ধরতে পারলে দ্বিতীয়বার সেই ভুল যেন না হয় তা দেখুন।
এর পর যতদিন না আপনি জীবনে সফলতা পাচ্ছেন ততদিন চেষ্টা চালিয়ে যান। সফলতা না পাওয়া পর্যন্ত থামা উচিত নয়। দেখুন কি করলে আপনি সফলতা পেতে পারেন। ব্যার্থতার থেকে শিক্ষা নিলেই আপনার সফলতার দরজা খুলবে। দরকার পড়লে অন্যের ব্যার্থতার থেকে শিক্ষা নিন , যাতে আপনিও তার মতন সেই ভুল না করেন। একবার সফলতা আসলে তাকে কি ভাবে ধরে রাখা যায় তার চেষ্টা করুন।
আরো পড়ুন :- জীবনে কিছু অভ্যাস ত্যাগ করলেই সদা মা লক্ষীর আশির্বাদ পাবেন