Bangla News Dunia, Pallab : ভারতীয় রেলের ইসিহাসে বন্দে ভারত এক্সপ্রেস এক নতুন যুগের সূচনা করেছে। সেমি হাইস্পীড এই ট্রেনের দৌলতে লম্বা দূরত্বও আগের তুলনায় অনেকটাই কম সময়ের মধ্যে অতিক্রম করে ফেলা যাচ্ছে। ডিসেম্বর মাসের রিপোর্ট অনুযায়ী দেশের বিভিন্ন রুটে ১৩৬ টি বন্দে ভারত এক্সপ্রেস চলছে। এছাড়াও একাধিক রুট চালুর প্রস্তাব মিলেছে। আর এবার শিয়ালদহ থেকে শিলিগুড়ি যাওয়র জন্য নতুন বন্দে ভারতের ঘোষণা হয়ে গেল। কবে ও কখন চলবে এই ট্রেন? কত হবে ভাড়া? সবটা জানতে আজকের প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।
আরও পড়ুন:– বিপাকে দিঘার ২৪টি হোটেল, বাসি খাবার বিক্রি, ধরা পড়ল আরও অনেক কিছুই
চালু হচ্ছে শিয়ালদহ-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস | Sealdah-NJP Vande Bharat Express
বিগত কয়েকমাস ধরেই এনজেপি থেকেই রাতের দিকের ট্রেন চালু করার জন্য দাবি উঠছিল। এই মর্মে রেলমন্ত্রীকে চিঠিও লিখেছিলেন একাধিক নেতা ও মন্ত্রীরা। এবার জন্য যাচ্ছে শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়ি লাইনে চালু হচ্ছে নতুন বন্দে ভারত। এই বাংলার নবম বন্দে ভারত এক্সপ্রেস হতে চলেছে। ঠিক কবে থেকে এই ট্রেনটি চালু হতে চলেছে সেটা অফিসিয়ালি ঘোষণা না করা হলেও কোন সময়ে চলবে ও কত ভাড়া হতে চলেছে সেই তথ্য প্রকাশ্যে এসেছে।
শিয়ালদহ-এনজেপি বন্দে এক্সপ্রেসের টাইম টেবিল । New Sealdah-NJP Vande Bharat Time Table
যেমনটা জানা যাচ্ছে, শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত মোট ৫৬৭ কিমির দূরত্ব অতিক্রম করতে ৮ ঘন্টারও কম সময় নেবে এই ট্রেনটি। যেটা শিয়ালদহ স্টেশন থেকে সকাল ৬ টা নাগাদ ছাড়বে ও দুপুর ১টা বেজে ৩০ মিনিট নাগাদ এনজেপি পৌঁছাবে। এরপর বিকেল ৩টে বেজে ৩০ মিনিটে এনজেপি স্টেশন থেকে রওনা দিয়ে রাত্রি ১১টা নাগাদ শিয়ালদহ পৌঁছাবে।
নতুন Sealdah-NJP বন্দে ভারতের টিকিটের দাম
অনেকের মনেই প্রশ্ন জাগছে নতুন বন্দে ভারতে সফর করতে কতটাকা খরচ হবে? উত্তর হল আপনি যদি শিয়ালদহ থেকেই এনজেপি পর্যন্ত টিকিট কাটেন তাহলে চেয়ার কারে ১৬০০ টাকা খরচ পড়বে। আর যদি এক্সিকিউটিভ চেয়ার কারে সফর করেন তাহলে ২৮০০ টাকা থেকে ২৯০০ টাকা খরচ হতে পারে। যদিও এই দামগুলি অফিসিয়ালি প্রকাশিত হয়নি। তবে আশা করা হচ্ছে টিকিটের মূল্য এমনই হবে।
আরও পড়ুন:– প্রথম দিনেই সাবস্ক্রিপশনের ঢল, এই IPO-তে লগ্নি করলে বাম্পার লাভ হতে পারে
আরও পড়ুন:– মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে ভারতীয় কোস্ট গার্ডে প্রচুর নাভিক নিয়োগ চলছে! মাসিক বেতন ২১,৫০০ টাকা