Bangla News Dunia, Pallab : রাজনীতির দরবারে পাশা পাল্টে গেল এক নিমেষে। এবার বিজেপি শাসিত এন বীরেন সিং-এর নেতৃত্বাধীন বিজেপি মণিপুর সরকারের উপর থেকে সম্পূর্ণ সমর্থন প্রত্যাহার করে দিল নীতিশ কুমারের নেতৃত্বাধীন জেডি(ইউ)। আজ অর্থাৎ বুধবার মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লাকে একটি চিঠি পাঠান জেডি(ইউ)-এর মণিপুর শাখার প্রধান ক্ষেত্রিমায়ুম বীরেন সিং। সেই চিঠিতে রাজ্যের সাংবিধানিক প্রধানকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে, তাঁদের দল রাজ্য সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহারের করে নিচ্ছে। তাই তাঁদের দলের একমাত্র বিধায়ক এবার থেকে বিরোধী জনপ্রতিনিধির ভূমিকা পালন করবেন। আর এই সিদ্ধান্তে রীতিমত শাসক দলের মাথায় পড়ল বজ্রাঘাত।
তোলপাড় কাণ্ড ! বিজেপি জোট ছেড়ে বেরিয়ে এলেন নীতিশ কুমার
By Bangla News Dunia Desk - Pallab
Published on: