Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মনোজ টিগ্গার সঙ্গে দ্বন্দ্বের জেরে কি এবার বিজেপি ছাড়ার পরিকল্পনা করছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ জন বারলা ! বাগডোগরায় তাঁর বক্তব্যে তেমনই ইঙ্গিত পাওয়া গেল ৷ বুধবার দিল্লি থেকে শিলিগুড়িতে পৌঁছে বারলা জানালেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন ৷ চা-বলয়ের উন্নয়নের স্বার্থে সরকারি এই আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং দেখাও করবেন ৷
সেই সঙ্গে রাজ্য বিজেপির বিরুদ্ধে বিষোদ্বগার করলেন জন বারলা ৷ সরাসরি অভিযোগ করলেন, “চা-বলয় তথা তরাই-ডুয়ার্সের জন্য আমি উন্নয়ন করতে চেয়েছিলাম ৷ কিন্তু, এখানকার লিডারশিপ আমাকে কাজ করতে দেয়নি ৷ চা-বলয়ের উন্নয়নের কাজ আটকে দিয়েছে ৷” এমনকি তাঁকে দলে গুরুত্বও দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন বারলা ৷
তিনি বলেন, “আমি দিল্লিতে ছিলাম ৷ আমার স্ত্রী অসুস্থ রয়েছেন ৷ তবে, মুখ্যমন্ত্রী আমার সঙ্গে দেখা করতে চান ৷ জেলাশাসকের মাধ্যমে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন সুহাষীণীর অনুষ্ঠানে ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী আমাকে আমন্ত্রণ জানিয়েছেন ৷ সেজন্য আমার উপস্থিত থাকাটা প্রয়োজন বলে মনে করি ৷ তরাই-ডুয়ার্সের উন্নয়নের জন্য রাজ্যের সহযোগিতা প্রয়োজন ৷”
উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার লোকসভা আসনে বিজেপি টিকিট দেয়নি জন বারলাকে ৷ বদলে আলিপুরদুয়ারে বিজেপির জেলা সভাপতি মমোজ টিগ্গাকে প্রার্থী করা হয় ৷ সেই থেকে মনোজ টিগ্গা এবং বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়েছেন প্রাক্তন সাংসদ ৷ এমনকি দলীয় কর্মসূচিতেও তাঁকে দেখা যায়নি ৷ এবার সরাসরি বিজেপির বিরুদ্ধে তরাই-ডুয়ার্সের উন্নয়নের কাজে বাধা দেওয়ার অভিযোগ তুললেন তিনি ৷
তবে কি পাকাপাকিভাবে শিবির বদলের পথে পা-বাড়িয়েছেন জন বারলা ৷ সেই জল্পনাও উড়িয়ে দিচ্ছেন না তিনি ৷ তাঁর কথায়, “মুখ্যমন্ত্রী ডেকেছেন, কথা হবে দেখা যাক কী হয় ৷ আলোচনার টেবিলে বসলেই তো সমস্যার সমাধান হয় ৷ আর চা-বলয় ও তরাই-ডুয়ার্সের উন্নতিতে আমি সেই আলোচনায় বসবো ৷”
আর মমতার সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে বারলার বক্তব্য, “চা-বাগানের কোনও উন্নয়ন করেনি কেন্দ্র ৷ আমি উন্নয়ন করতে চাই ৷ মুখ্যমন্ত্রীর আশীর্বাদ থাকলে আবার উন্নয়ন করতে পারব ৷ আর আগামীতে কী হবে, তা সময় বলবে ৷” তৃণমূল শীর্ষ নেতৃত্বের একাংশের মতে, আলিপুরদুয়ারে জন বারলার তৃণমূলে যোগদান সময়ের অপেক্ষা ৷
এ নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “জন বারলা দলের লোক বলতে পারব না ৷ কারণ, বিজেপির যে সদস্যতা গ্রহণ অভিযান তিন মাস ধরে চলছে, তাতে তিনি বিজেপির সদস্যপদ নেননি ৷ তাহলে কী করে দলের লোক বলব ৷ এরপর কী করবেন তাঁর ব্যাপার ৷”
আরও পড়ুন:– প্রথম দিনেই সাবস্ক্রিপশনের ঢল, এই IPO-তে লগ্নি করলে বাম্পার লাভ হতে পারে
আরও পড়ুন:– মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে ভারতীয় কোস্ট গার্ডে প্রচুর নাভিক নিয়োগ চলছে! মাসিক বেতন ২১,৫০০ টাকা