Bangla News Dunia, দীনেশ : ভারতের সবচেয়ে জনপ্রিয় বীমা কোম্পানি হলো লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন (LIC)। আমরা অনেকেই LIC এর নানা রকমের পলিসি সম্পর্কে জানি এবং আমাদের মধ্যে আবার অনেকেই বিভিন্ন পলিসিতে বিনিয়োগও করে। আজ আমরা LIC এর একটি দুর্দান্ত স্কিম সম্পর্কে জানবো যেখানে আপনারা প্রতিদিন মাত্র ১০০ টাকারও কম জমা করে ১১ লক্ষ টাকা রিটার্ন পাবেন।
LIC নিয়ে এলো দুর্দান্ত স্কিম
শিশু থেকে শুরু করে বৃদ্ধ মানুষ পর্যন্ত সবার জন্যই LIC তাদের বিভিন্ন পলিসি অফার করে। LIC এর অনেক পলিসি রয়েছে, কিন্তূ আজকে আমরা যে পলিসি সম্পর্কে আলোচনা করছি তার নাম হলো LIC আধার শিলা পলিসি। এই পলিসি টি বিশেষ ভাবে সজ্জিত করা হয়েছে মহিলাদের জন্য। এটি একটি নন-লিঙ্কড ব্যাক্তিগত জীবন বীমা নীতি। এখানে প্রতিদিন ১০০ টাকার কম বিনিয়োগ করেই ১১ লক্ষ্য টাকা রিটার্ন পেতে পারেন। এই নীতির মধ্যে পলিসি ধারকের পরিবারকে মৃত্যুর সুবিধা প্রদান করা হয়।
সর্বনিম্ন ৪ বছর বয়স থেকে সর্বোচ্চ ৫৫ বছর বয়স পর্যন্ত এই পলিসির জন্য আবেদন করতে পারবেন এতে আপনি ১০ বছর থেকে শুরু করে ২০ বছরের মেয়াদ পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। এখানে বিনিয়োগ করার সর্বনিম্ন পরিমাণ হলো ৭৫,০০০ টাকা এবং সর্বোচ্চ ৩ লক্ষ টাকা। এখানে আপনি মাসিক, ত্রৈমাসিক, অর্ধ বার্ষিক বা বার্ষিক মোডে প্রিমিয়াম জমা করতে পারবেন। LIC এর এই নীতির সর্বোচ্চ পরিপক্কতার বয়স হলো ৭০ বছর।
আরও পড়ুন:– বিপাকে দিঘার ২৪টি হোটেল, বাসি খাবার বিক্রি, ধরা পড়ল আরও অনেক কিছুই
১০০ টাকার কম জমা করে ১১ লক্ষ টাকা রিটার্ন
ঠিকি পড়েছেন, এখানে প্রতিদিন ১০০ টাকার কম বিনিয়োগ করে ১১ লক্ষ টাকা রিটার্ন পাবেন। একজন ৫৫ বছর বয়সের মহিলা যদি আগামী ১৫ বছরের জন্য প্রতিদিন ৮৭ টাকা জমা করেন, তাহলে ৭০ বছর বয়স পূর্ন হলে তিনি ১১ লক্ষ টাকার অধিকারী হবেন।
প্রতিদিন ৮৭ টাকা জমা করলে প্রথম বছর তার আমানত হবে ৩১,৭৫৫ টাকা। এবং দশ বছর পর তার জমাকৃত আমানত হবে ৩,১৭,৫৫০ টাকা। ১৫ বছর জমা করার পর তার বয়স যখন ৭০ বছর পূর্ন হবে তখন তিনি ১১ লক্ষ্য টাকা ম্যাচিউরিটি পাবে।
আরও পড়ুন:– বিরাট কর্মসংস্থানের সুযোগ, নতুন বিনিয়োগ হলদিয়া শিল্প তালুকে, জানুন এক ক্লিকেই
এই পলিসির সুবিধা
পলিসি ধারক যদি এই পলিসির পরিপক্কতার বয়স অর্থাৎ ৭০ বছর বয়স পর্যন্ত বেঁচে থাকেন তাহলে তিনি ম্যাচিউরিটি পাবার যোগ্য হবে। পলিসির ম্যাচিউরিটির পর তিনি আবার একটি নতুন পলিসিতে একক পরিমাণ অর্থ পুনরায় বিনিয়োগ করতে পারবেন। আবার কোনো কারণবশত যদি বীমাকৃত ব্যাক্তির মৃত্যু হয় তাহলে তার পরিবার ডেথ বেনিফিট পাবেন।
বীমাকৃত ব্যাক্তি পলিসি চলার ২ বছর পর কোনো কারনে পলিসি বন্ধ করতে চায়, তাহলে তিনি পলিসি সমর্পণ করার জন্য আবেদন করতে পারবেন। এতে তিনি সম্পূর্ন সমর্পণ মূল্য ফেরত পাবেন। এছাড়াও সমর্পণ মূল্য পাওয়ার পর তিনি ঋণ এর সুবিধা পেতে পারেন।
আরও পড়ুন:– প্রথম দিনেই সাবস্ক্রিপশনের ঢল, এই IPO-তে লগ্নি করলে বাম্পার লাভ হতে পারে
উপসংহার ~
এই নিবন্ধের মধ্যে LIC এর এক দুর্দান্ত স্কিম সম্পর্কে আলোচনা করা হয়েছে, যেখানে আপনি প্রতিদিন ১০০ টাকার কম বিনিয়োগ করে ১১ লক্ষ্য টাকা রিটার্ন পাবেন। এই স্কিমের নাম হলো LIC আধার শিলা পলিসি, এটি মহিলাদের জন্য। এই পরিকল্পনার সুবিধা গুলো উপরে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন:– মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে ভারতীয় কোস্ট গার্ডে প্রচুর নাভিক নিয়োগ চলছে! মাসিক বেতন ২১,৫০০ টাকা