Bangla News Dunia, বাপ্পাদিত্য:- এ বার খুনের হুমকি দিয়ে ই-মেল কমেডিয়ান কপিল শর্মাকে। আর সেই ই-মেল পাঠানো হয়েছে পাকিস্তান থেকে। এমনই অভিযোগ দায়ের হয়েছে মহারাষ্ট্রের আম্বোলি থানায়। শুধু কপিল শর্মাই নয়, হুমকি ই-মেল এসেছে রেমো ডি’সুজা, রাজপাল যাদব, সুগন্ধা মিশ্রার কাছেও। আম্বোলি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ জানিয়েছে, কমেডিয়ান কপিল শর্মা, অভিনেতা রাজপাল যাদব, অভিনেত্রী সুগন্ধা মিশ্রা ও গায়ক রেমো ডি’সুজার কাছে হুমকি ই-মেল এসেছে। যে ই-মেল এসেছে, তার প্রেরকের নামের জায়গায় লেখা রয়েছে ‘BISHNU’।
আরও পড়ুন:– বিপাকে দিঘার ২৪টি হোটেল, বাসি খাবার বিক্রি, ধরা পড়ল আরও অনেক কিছুই
পুলিশ জানিয়েছে, ই-মেলে লেখা, ‘আমরা আপনার প্রতি মুহূর্তের গতিবিধির উপর নজরদারি চালাচ্ছি। এটি অত্যন্ত সংবেদনশীল বিষয়, তাই আপনাকে জানিয়ে রাখলাম। এটা কোনও পাবলিসিটি স্টান্ট বা আপনাকে বিরক্ত করার চেষ্টা নয়। আমাদের অনুরোধ এই মেসেজটি গুরুত্ব দিয়ে দেখবেন।’
পুলিশের বক্তব্য, ই-মেল প্রেরক ৮ ঘণ্টার মধ্যে এই চার তারকার কাছ থেকে প্রত্যুত্তর ই-মেলও চেয়েছে। যদি তা পাঠানো না হয়, তা হলে ব্যক্তিগত ও কাজের ক্ষেত্রে বিষয়টি গুরুতর হতে পারে বলেও ই-মেলে উল্লেখ করা হয়েছে। হুমকি ই-মেল পেয়ে সকলেই থানায় অভিযোগ দায়ের করেছেন।
যদিও বলিপাড়ায় এ ধরনের হুমকি দিয়ে ই-মেল নতুন ঘটনা নয়। সলমান খান, শাহরুখ খানের মতো সুপারস্টারদেরও বিভিন্ন সময়ে হুমকি দিয়ে ই-মেল পাঠানো হয়েছে। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকির খবর তো প্রায়ই শিরোনামে উঠে আসে। সম্প্রতি সলমান খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনাও ঘটে। অন্য দিকে শাহরুখকে হুমকি দেওয়ার ঘটনায় বান্দ্রা থানায় অভিযোগও দায়ের হয়েছিল।
আরও পড়ুন:– প্রথম দিনেই সাবস্ক্রিপশনের ঢল, এই IPO-তে লগ্নি করলে বাম্পার লাভ হতে পারে
আরও পড়ুন:– মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে ভারতীয় কোস্ট গার্ডে প্রচুর নাভিক নিয়োগ চলছে! মাসিক বেতন ২১,৫০০ টাকা