Bangla News Dunia, বাপ্পাদিত্য:- শেয়ার বাজারে দুরন্ত পারফরম্যান্স দেশের দুই তথ্যপ্রযুক্তি সংস্থার। বৃহস্পতিবার সকালে বাজার খোলার পর থেকেই কোফর্জ এবং পারসিসটেন্ট সিস্টেমসের শেয়ার দর লাফিয়ে বাড়তে শুরু করেছে। বেলা ১২টার সময় কোফর্জ লিমিটেডের শেয়ার দর প্রায় ১৩ শতাংশ বেড়ে পৌঁছে গিয়েছে ৯ হাজার ২৮৯ টাকায়। অন্য দিকে, পারসিসটেন্ট সিস্টেমসের শেয়ার দর প্রায় সাড়ে ১১ শতাংশ বেড়ে হয়েছে ৬ হাজার ৩৩৪ টাকা। গত এক মাসে বেশ ধাক্কার মধ্যে দিয়ে যেতে হয়েছে এই দুই সংস্থার শেয়ারকে। দুই সংস্থার স্টকের দামেই বড় পতন হয়েছিল। কিন্তু বৃহস্পতিবারের দুরন্ত পারফরম্যান্স সেই ঘাটতির অনেকটা পূরণ করতে সাহায্য করেছে।
চলতি অর্থবর্ষের তৃতীয় কোয়ার্টারে (অক্টোবর থেকে ডিসেম্বর) কেমন ব্যবসা হয়েছে সেই রিপোর্ট প্রকাশ করেছে এই দুই সংস্থা। তাতে দেখা যাচ্ছে, শেষ কোয়ার্টারে দুই সংস্থারই নেট প্রফিট বেড়েছে। ব্যবসার দুরন্ত ছন্দ দেখেই লগ্নিকারীদের আগ্রহ বেড়েছে এই দুই সংস্থার স্টক কিনতে। তার জেরেই বৃহস্পতিবার দুই তথ্যপ্রযুক্তি সংস্থার শেয়ার দর এতটা বেড়ে গেল।
সেপ্টেম্বর কোয়ার্টারের তুলনায় ডিসেম্বর কোয়ার্টারে কোফর্জ লিমিটেডের নেট প্রফিট ৬.৬ শতাংশ বেড়েছে। তা বেড়ে ২১৫.৬ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। এর রেভিনিউ ৮.৪ শতাংশ বেড়ে হয়েছে ৩ হাজার ৩১৮ কোটি টাকা। এর পাশাপাশি এক্সেলট্রেট ইনকর্পোরেশন নামের এক সংস্থার ১০০ শতাংশ স্টেক কিনেছে কোফর্জ। এই পদক্ষেপ শেয়ার দর বৃদ্ধির সহায়ক হয়েছে বলে মত বাজার বিশেষজ্ঞদের। ব্যবসা ভালো হওয়ায় শেয়ার হোল্ডারদের স্টক প্রতি ১৯ টাকা ডিভিডেন্ড দেওয়ার ঘোষণাও করা হয়েছে এই তথ্যপ্রযুক্তি সংস্থার তরফে।
সেপ্টেম্বর কোয়ার্টারের তুলনায় ডিসেম্বর কোয়ার্টারে পারসিসটেন্ট সিস্টেমসের নেট প্রফিট ১৪ শতাংশ বেড়েছে। গত কোয়ার্টারের তুলনায় এই সংস্থার রেভিনিউ ৫.৭ শতাংশ বেড়ে হয়েছে ৩ হাজার ৬২ কোটি টাকা। এই দুরন্ত পারফরম্যান্স দেখে অনেক ব্রোকারেজ ফার্মই এই সংস্থার শেয়ার কেনার বা কেনা থাকলে তা ধরে রাখার পরামর্শ দিয়েছে।
(বাংলা নিউস দুনিয়া কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)
আরও পড়ুন:– প্রথম দিনেই সাবস্ক্রিপশনের ঢল, এই IPO-তে লগ্নি করলে বাম্পার লাভ হতে পারে
আরও পড়ুন:– মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে ভারতীয় কোস্ট গার্ডে প্রচুর নাভিক নিয়োগ চলছে! মাসিক বেতন ২১,৫০০ টাকা