হাওড়ার রাবার পার্কে দেড় হাজার কোটি টাকার লগ্নির আশা, হবে ১০০০০ কর্মসংস্থান

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- হাওড়ার সাঁকরাইলে রাবার পার্কে দেড় হাজার কোটি টাকা লগ্নি হবে বলে আশাবাদী রাজ্য সরকার। সৃষ্টি হবে ১০ হাজারের বেশি কর্মসংস্থান। বুধবার কলকাতায় এক অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী শশী পাঁজা। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক, পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগম ও রাজ্য সরকারের যৌথ প্রচেষ্টায় পিপিপি মডেলে এই রাবার পার্কটি গড়ে তোলা হচ্ছে।

মন্ত্রী বলেন, ‘রাবার পার্কে মোট ১৭১টি প্লট রয়েছে। তার মধ্যে ১৩০টি প্লট বণ্টন করা হয়েছে। রাবার পার্কে একটি সংস্থা তাদের ইউনিট তৈরি করে উৎপাদন শুরু করেছে। আরও ছ’টি ইউনিটের নির্মাণ চলছে।’ তাঁর সংযোজন, ‘আমরা আশা করছি রাবার পার্কে সব মিলিয়ে ১,৫০০ কোটি টাকার মতো লগ্নি হবে। এর ফলে ১০ হাজারের বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে।’

এই পার্কে যেমন রাবার শিল্প ক্ষেত্রে নতুন ছোট ও মাঝারি কারখানা গড়ে উঠবে, তেমনই কলকাতা ও হাওড়ার ঘিঞ্জি এলাকায় থাকা রাবার পণ্য উৎপাদনকারী সংস্থাগুলিও এখানে তাদের ইউনিট সরিয়ে আনতে পারবে। মন্ত্রী বলেন, ‘রাবার শিল্প ক্ষেত্রে পশ্চিমবঙ্গকে গ্লোবাল লিডার হিসেবে গড়ে তুলতে এই রাবার পার্ক উল্লেখজনক ভূমিকা নেবে।’

সাঁকরাইলের রাবার পার্কে একটি বিজ়নেস সেন্টার, আইটি সেন্টার, ড্রয়িং অ্যান্ড ডিজ়াইনিং সেন্টার ও অত্যাধুনিক টেস্টিং ল্যাব থাকবে। অন্যান্য পরিকাঠামোর মধ্যে থাকবে সড়ক নেটওয়ার্ক, যথেষ্ট পার্কিংয়ের সুবিধা, নিরবচ্ছিন্ন জল ও বিদ্যুৎ সরবরাহ, র মেটিরিয়াল ব্যাঙ্ক এবং একটি কমন ফেসিলিটি সেন্টার।

রাবার পার্কটি পরিচালনার জন্য সাউথ এশিয়া রাবার অ্যান্ড পলিমার্স পার্ক নামে একটি স্পেশ্যাল পারপস ভেহিকল তৈরি করা হয়েছে।

মন্ত্রী জানিয়েছেন কল্যাণীতে পশ্চিমবঙ্গ শিল্প পরিকাঠামো উন্নয়ন নিগমের শিল্পতালুকে ফোনিক্স কনভেয়র বেল্ট ইন্ডিয়া ও তেগা ইন্ডাস্ট্রিজ়কে কনভেয়র বেল্ট ও রাবার লাইনার উৎপাদনের জন্য জমি দেওয়া হয়েছে। মালদা ইন্ডাস্ট্রিয়াল পার্কে সাইকেল টায়ার কারখানার জন্য ১.২৫ একর জমি পেয়েছে মিলাপ সাইকেল।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন