১৬ কোটির ইঞ্জেকশনের অপেক্ষায় ক্ষুদে হৃদিকা, জানতে বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- এই বয়সে আর পাঁচটা শিশু বিছানায় গড়াগড়ি দেয়, একা একা বসতে পারে, দাঁড়ানোর চেষ্টা করে। কিন্তু সে সব কিছুই করতে পারে না সোনারপুরের হৃদিকা দাস। ছোট্ট মেয়েটির বয়স মাত্র ৯ মাস। দুরারোগ্য ব্যাধির জন্য আর পাঁচটা শিশুর থেকে সে আলাদা। বিছানাই তার একমাত্র সঙ্গী।

হৃদিকাকে সুস্থ করে তুলতে পারে একটি মাত্র ইঞ্জেকশন। কিন্তু তার দাম ১৬ কোটি টাকা। সেই টাকা কী ভাবে জোগাড় হবে তা ভেবে কূল পাচ্ছেন না হৃদিকার মা-বাবা। সন্তানকে বাঁচাতে তাঁরা এখন সমাজ মাধ্যম, সংবাদ সংস্থার দ্বারস্থ হয়েছেন। শুরু হয়েছে তহবিল সংগ্রহের কাজ। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়েও আবেদন করেছে পরিবার।

সোনারপুর রূপনগরের বাসিন্দা বাপন দাস ও হৈমন্তী দাসের একমাত্র মেয়ে হৃদিকা। হৈমন্তী গৃহবধূ। আর বাপন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন স্কুলের ভূগোলের শিক্ষক। মধ্যবিত্ত পরিবারে এত টাকা জোগাড় কোথা থেকে হবে তা ভেবে পাচ্ছেন না তরুণ দম্পতি। ৯ মাস আগে যখন হৃদিকা পৃথিবীর আলো দেখে, তখন খুশির অন্ত ছিল না দাস পরিবারে।

আরও পড়ুন:– হাওড়ার রাবার পার্কে দেড় হাজার কোটি টাকার লগ্নির আশা, হবে ১০০০০ কর্মসংস্থান

কিন্তু কয়েক মাস পরেও শিশুর স্বাভাবিক কাজকর্ম শুরু না হওয়ায় সন্দেহ হয় মা–বাবার। শুরু হয় বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা। একের পর এক হাসপাতাল, ডাক্তারের কাছে ছোটাছুটি করে মাস তিনেক আগে জানা যায় হৃদিকা দুরারোগ্য ‘স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি, টাইপ-১’ রোগে আক্রান্ত। এই রোগের ভ্যাকসিনের (জোলজেন্সমা) দাম ১৬ কোটি টাকা।

হৈমন্তী বলেন, ‘মেয়ের সাড়ে চার মাস বয়সেও ঘাড় শক্ত হচ্ছিল না। তখনই জানতে পারি। এই রোগের ভ্যাকসিনের জন্য প্রচুর টাকা দরকার। আমরা ক্রাউড ফান্ডিং করছি গত তিন মাস ধরে। তাতে মাত্র ৫০ লক্ষ টাকা এসেছে। জানি না কী ভাবে এত টাকা জোগাড় হবে।’ বাপন দাস বলেন, ‘বেঙ্গালুরু থেকে একটি পরীক্ষা করে জানা যায় ও বিরল রোগে আক্রান্ত। ওর দেড় থেকে দু’বছরের মধ্যে যদি ভ্যাকসিন দেওয়া যায় তাহলে ও সুস্থ জীবন ফিরে পাবে।’

এই একই রোগে আক্রান্ত রানাঘাটের ছোট্ট মেয়ে অস্মিকা দাস। তার জন্যও গোটা দেশ থেকে অর্থ সংগ্রহ করছেন অস্মিকার পরিবার, বাংলার শিল্পীরা। অস্মিকা, হৃদিকা দু’জনেই খুব তাড়াতাড়ি সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরবে এমনটাই মনে করছেন সোনারপুরের সাধারণ মানুষ।

আরও পড়ুন:– কপিল শর্মা, রাজপাল যাদব-সহ ৪ তারকাকে প্রাণে মারার হুমকি, পাকিস্তান থেকে ই-মেল

আরও পড়ুন:– লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ এই দুই IT কোম্পানির, কেন এক লাফে এতটা বাড়ল শেয়ার দর ?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন