Bangla News Dunia, Pallab : চাকরি প্রার্থীদের জন্য দারুন সুখবর মাধ্যমিক পাস যোগ্যতায় প্রচুর শূন্য পদে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। অ্যাপ্রেন্টিস নিয়োগের এই (Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের অন্তর্গত ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অরগানাইজেশান (DRDO) সংস্থা। পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থী নারী পুরুষ নির্বিশেষে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রার্থীদের সরাসরি প্রশিক্ষণের মাধ্যমে নিয়োগপত্র প্রদান করা হবে। কোন স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস যোগ্যতায় সকলে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। তাই যে সকল চাকরি প্রার্থীদের দীর্ঘদিন যাবত সরকারি চাকরির প্রতীক্ষায় বসে ছিলেন তারা এই ট্রেনিং এর মাধ্যমে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারেন।
আরও পড়ুন:– হাওড়ার রাবার পার্কে দেড় হাজার কোটি টাকার লগ্নির আশা, হবে ১০০০০ কর্মসংস্থান
নিম্নে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন- প্রশিক্ষনে কি কি সুবিধা পাওয়া যাবে? প্রশিক্ষণে অংশগ্রহণ কারী প্রার্থীদের আবেদন যোগ্যতা? আবেদন প্রক্রিয়ায় কিভাবে অংশগ্রহণ করবেন? আবেদন প্রক্রিয়া কবে শুরু হয়েছে এবং কত দিন পর্যন্ত চলবে? প্রভৃতি বিস্তারিত তথ্য আলোচনা করা হলো। আগ্রহী প্রার্থীরা প্রতিবেদনটি বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন।
কি কি সুবিধা পাবেন:
ভারত সরকারের DRDO তরফে অ্যাপ্রেন্টিস পদে প্রশিক্ষণের যে ব্যবস্থা করা হয়েছে, এই প্রশিক্ষনে অংশগ্রহণকারী প্রার্থীদের প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদান করা হবে। এছাড়াও সার্টিফিকেটের পাশাপাশি প্রশিক্ষণ চলাকালীন প্রার্থীদের মাসিক ভাতা প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে প্রার্থীদের চাকরি পাওয়ার সুযোগ প্রদান করা হবে। এখানে মূলত ফিটার, টারনার, মেসিনিস্ট, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, মেকানিক, অ্যাটেনডেন্ট অপারেটর, কম্পিউটার অপারেটর, পেইন্টার, বুক বাইন্ডার এবং ফানড্রিম্যান পদে প্রশিক্ষণ দেওয়া হবে।
আবেদন যোগ্যতা:
অ্যাপ্রেন্টিস প্রশিক্ষণের জন্য অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং পরিচয় পত্র হিসেবে আধার কার্ড অথবা ভোটার কার্ড থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে আবেদনকারী প্রার্থীদের স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে। তার সাথে প্রার্থীর থাকতে হবে ভোকেশনাল প্রশিক্ষণের অন্তর্গত ITI কোর্সের সার্টিফিকেট।
আবেদন পদ্ধতি:
অনলাইনে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। তার জন্য আবেদনকারী প্রার্থীদের সর্বপ্রথম www.apprenticeshipindia.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে সর্ব প্রথম রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর সেই রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগইন করে পরবর্তী আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদন প্রক্রিয়া চলাকালীন আবেদনকারীর নাম-ঠিকানাসহ শিক্ষাগত যোগ্যতার নথিপত্র গুলো প্রদান করতে হবে আবেদন প্রক্রিয়া চলাকালীন চাকরি প্রার্থীর পরিচয় পত্র হিসেবে আধার কার্ড ভোটার কার্ড, জন্ম প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড বার্থ সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেট প্রয়োজন হবে।
আবেদনের শেষ তারিখ:
অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে , এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী 31 জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত।