Bangla News Dunia, Pallab : কমিশন বৃদ্ধি করার ব্যাপারে দীর্ঘ ধরে দাবি জানিয়ে আসছেন রেশন ডিলাররা। নীতি আয়োগ বলেছিল গ্রাহকদের কাছ থেকেই বাড়তি অর্থ আদায় করতে। রেশন ডিলাররা এই পরামর্শ সরাসরি নাকচ করে দিয়েছেন। আগামী দিনে ডিলারদের কমিশন বাড়বে কি না সেটা অনেকটা নির্ভর করছে কেন্দ্রের সিদ্ধান্তের ওপর।
বড় পদক্ষেপ কেন্দ্রের
সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, রেশন ডিলারদের কমিশন বৃদ্ধির দাবির কথা কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহের সঙ্গে আলোচনা করেছিলেন পশ্চিমবঙ্গের সাংসদ সৌগত রায়। অমিত শাহের দিল্লির বাড়িতে দিয়ে আলোচনা করেছিলেন তৃণমূল সাংসদ। কিন্তু সমাধান সূত্র আপাতত অধরা বলেই জানা গিয়েছে। খবর অনুযায়ী, বিষয়টি নিয়ে আরো একটু ভাবতে চাইছেন অমিত শাহ। আগামী দিনে ফের বৈঠকে বসতে পারেন তিনি। তখন কোনো সিদ্ধান্ত নেওয়া হয় কি না সেটা হবে দেখার বিষয়।
আরও পড়ুন:– কপিল শর্মা, রাজপাল যাদব-সহ ৪ তারকাকে প্রাণে মারার হুমকি, পাকিস্তান থেকে ই-মেল
বর্তমানে ডিলারদের কুইন্টাল পিছু শস্যের জন্য ৪৫ টাকা দিয়ে থাকে কেন্দ্র। এই টাকার অংক বৃদ্ধি করার জন্য দীর্ঘ দিন ধরে দাবি জানিয়ে আসছেন রেশন ডিলাররা। তাঁদের দাবি, কমিশনের অংক বাড়িয়ে করা হোক ১০০ টাকা। নিয়ম অনুযায়ী, রাজ্যকে ন্যূনতম সমান অর্থ কমিশন হিসাবে দিতে হয়। তবে যদি রাজ্য চায়, তাহলে নিজেদের কমিশনের অর্থ বাড়িয়ে নিতে পারে।
কমিশন বাড়বে ডিলারদের?
এ ব্যাপারে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের জাতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু সংবাদ মাধ্যমে জানিয়েছেন, “আমাদের লক্ষ্য কেন্দ্র যাতে একশো টাকা কমিশন দেয়। তা হলে রাজ্যও একশো টাকা দিতে বাধ্য থাকবে। সব মিলিয়ে কুইন্টাল পিছু দু’শো টাকা কমিশন দেওয়া হোক এটাই আমাদের দাবি। কিন্তু নীতি আয়োগের আজকের বৈঠকে কেন্দ্রের পক্ষ থেকে কমিশন বৃদ্ধির পরিবর্তে আপাতত গ্রাহকদের কাছ থেকে প্রতি কিলোগ্রামে এক টাকা করে বাড়তি নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এতে রেশন ডিলারদের ভাবমূর্তি খারাপ হওয়ার আশঙ্কা থাকায় ওই প্রস্তাব খারিজ করে দেওয়া হয়েছে।”