গোটা বিশ্বে মুখ থুবড়ে পড়ল ChatGPT, কি হয়েছিল জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- গোটা বিশ্বে মুখ থুবড়ে পড়ল ChatGPT। বেশ কিছুক্ষণের জন্য গোটা পৃথিবীতে এআই পাওয়ার্ড এই চ্যাটবট কাজই করেনি। যার ফলে সমস্যায় পড়েছেন বহু ব্যবহারকারী। এই সমস্যার কারণে ওপেনএআই (OpenAI)-এর আরও নানা পরিষেবার ক্ষেত্রেও সমস্যা হয়েছে। সংবাদমাধ্যম সূত্রের খবর, টেকনিক্যাল কারণে এই সমস্যা হয়েছে।

ডাউনডিটেক্টর (Downdetector)-এর তথ্য বলছে চ্যাটজিপিটি সমস্যা করছে এমন অভিযোগ হঠাৎ বেড়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়াতেও অনেকেই অভিযোগ করেছেন।

ওপেনএআই-এর তরফে তাদের ওয়েবসাইটে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিকেল ৪টা নাগাদ পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ তারা পেয়েছে। কী কারণে এমন সমস্যা হয়েছে, তা তারা খুঁজে দেখছে বলে জানানো হয়েছে সংস্থার তরফে। তার কিছুক্ষণ পরেই ওপেনএআই-এর তরফ থেকে জানানো হয়, সমস্যার কারণ খুঁজে বের করে তার সমাধান করা হয়েছে।

স্যাম অল্টম্যানের ওপেনএআই-এর চ্যাটজিপিটিতে এই সমস্যা নতুন নয়। এর আগে ২৭ ডিসেম্বরে গোটা বিশ্বে একইরকম সমস্যা হয়েছিল এই এআই চ্যাটবটের পরিষেবায়। তার আগে ওপেনএআই-এর অন্য পরিষেবাতেও পরিষেবা নিয়ে সমস্যা হয়েছিল।

আরও পড়ুন:– কপিল শর্মা, রাজপাল যাদব-সহ ৪ তারকাকে প্রাণে মারার হুমকি, পাকিস্তান থেকে ই-মেল

আরও পড়ুন:– লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ এই দুই IT কোম্পানির, কেন এক লাফে এতটা বাড়ল শেয়ার দর ?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন