ফেব্রুয়ারি থেকেই লক্ষ্মীর ভান্ডারে মিলবে ৩০০০ টাকা ! বড় দাবি সরকার পক্ষের

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar )… পশ্চিমবঙ্গ সরকারের এক হিট প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে বাংলার মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০০০ থেকে ১২০০ টাকা করে ঢোকে। মূলত মহিলাদেই স্বাবলম্বী করতে এই উদ্যোগ সরকারের। বর্তমানে এই প্রকল্পের সঙ্গে কয়েক লক্ষ মহিলা যুক্ত। কিন্তু নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এবার এই প্রকল্প নিয়ে প্রকাশ্যে এল বড় আপডেট যা শুনলে খুশি হবেন আপনিও। বিশেষ করে মহিলারা। এবার নাকি এই প্রকল্পে অনুদানের টাকা বাড়তে পারে। সামাজিক মাধ্যমে এমনই কিছু তথ্য ভাইরাল হচ্ছে বৈকি।

আরও পড়ুন:– কপিল শর্মা, রাজপাল যাদব-সহ ৪ তারকাকে প্রাণে মারার হুমকি, পাকিস্তান থেকে ই-মেল

বাড়তে চলেছে লক্ষ্মীর ভান্ডারের টাকা?

তৃণমূলের বিভিন্ন গ্ৰুপ থেকে শুরু করে নানা জায়গায় একটি আপডেট বিপুলভাবে ভাইরাল হচ্ছে। আর এই ভাইরাল হওয়া তথ্য দেখে ইতিমধ্যেই আশায় বুক বাঁধতে শুরু করেছেন গ্রাম বাংলার লক্ষ লক্ষ মহিলা। দাবি করা হচ্ছে, নাকি লক্ষ্মীর ভান্ডারে টাকার অনুদান বাড়তে চলেছে। আর সেই টাকা বেড়ে হতে চলেছে ৩০০০ টাকা অবধি। অন্তত দাবি তো তেমনই করা হচ্ছে।

ভাইরাল বিজ্ঞপ্তি

whatsapp image 2025 01 24 at 09.02.34

কবে থেকে বাড়বে টাকা?

সূত্রের খবর, নাকি ফেব্রুয়ারি মাস থেকেই রাজ্যের লক্ষ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে তিন হাজার টাকা অবধি ঢুকতে পারে। রাজ্য বাজেটে পেশ করার সময় নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মীর ভান্ডারে বাড়তি অনুদানের টাকা নিয়ে বড়সড় ঘোষণা করতে পারেন।

বাংলায় তৃতীয়বারের মতো ক্ষমতায় এসে ২০২১ সালে পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের ক্ষমতায়নের জন্য লক্ষ্মীর ভান্ডার যোজনা চালু করে। এর মাধ্যমে সাধারণ বিভাগের মহিলারা ১০০০ টাকা এবং তফসিলি জাতি (এসসি) থেকে মহিলারা মাসে ১২০০ টাকা করে পান। তবে এই প্রকল্পে এখন টাকার পরিমাণ বাড়িয়ে ৩ হাজার টাকা করা হবে বলে খবর। বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম এমন মহিলারা এই প্রকল্পের জন্য যোগ্য।

লক্ষ্মীর ভান্ডার যোজনা ২০২৫

লক্ষ্মী ভান্ডার যোজনা রাজ্যে লিঙ্গ বৈষম্য হ্রাসের দিকে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। মহিলাদের সরাসরি আর্থিক সুবিধা প্রদানের মাধ্যমে এই প্রকল্প পরিবার ও সমাজে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্বীকৃতি দেয়। এই প্রকল্পের আওতায় প্রদত্ত অর্থের পরিমাণ বৃদ্ধি কেবল দৈনন্দিন পরিবারের ব্যয় মেটাতে সহায়তা করে না, মহিলাদের ক্ষমতায়নও করে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন