Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আরজি কর কাণ্ডে দোষী সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা চেয়ে আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। এ বার একই আর্জি নিয়ে উচ্চ আদালতের দরজায় কড়া নাড়ল সিবিআই। শুক্রবার বিচারপতি দেবাংশু বসাকের দৃষ্টি আকর্ষণ করেন সিবিআই-এর আইনজীবী। আরজি করের ঘটনাকে বিরলতম দাবি করে সর্বোচ্চ সাজার আর্জি জানান তিনি। সোমবার রাজ্যের মামলার সঙ্গেই সিবিআইয়ের মামলা শোনার আশ্বাস দিয়েছে আদালত।
উল্লেখ্য, আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় দোষী সঞ্জয় রায়ের ফাঁসির সাজা হওয়া উচিত, এই দাবিতে একমত হয়েছে সিবিআই এবং রাজ্য সরকার। দু’পক্ষই শিয়ালদহ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে এই ঘটনাকে বিরল থেকে বিরলতম বলে দাবি করেছে। এর আগে আরজি কর কাণ্ডে দোষী সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চেয়ে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছিল রাজ্য। এ বার একই পথে হাঁটল সিবিআই-ও।
গত সোমবার আরজি কর মামলায় দোষী সঞ্জয়কে আমৃত্যু কারাবাসের সাজা শোনায় শিয়ালদহ আদালত। এই রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, ‘ফাঁসির সাজা হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম।’ এক্স হ্যান্ডেলে একটি পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, ‘আমি আদালতের রায় দেখে স্তম্ভিত। আমি মনে করি, এই ঘটনা অবশ্যই বিরলের মধ্যে বিরলতম ঘটনা, যেখানে মৃত্যুদণ্ড প্রয়োজন ছিল।’
প্রসঙ্গত, গত সোমবার শিয়ালদহ অতিরিক্ত দায়রা আদালতের বিচারক অনির্বাণ দাস জানান, এই ঘটনা বিরল থেকে বিরলতম নয়। সেই রায়কেই এ বার চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা সিবিআইয়ের।
আরও পড়ুন:– কপিল শর্মা, রাজপাল যাদব-সহ ৪ তারকাকে প্রাণে মারার হুমকি, পাকিস্তান থেকে ই-মেল
আরও পড়ুন:– লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ এই দুই IT কোম্পানির, কেন এক লাফে এতটা বাড়ল শেয়ার দর ?