Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মহারাষ্ট্র্রের ভান্ডারায় অর্ডন্যান্স ফ্যাক্টরিতে বিস্ফোরণ। শুক্রবার সকালে বিস্ফোরণের ঘটনা সামনে আসে। এখনও উদ্ধারকাজ চলছে। পিআরও ডিফেন্স নাগপুরের তরফে জানানো হয়েছে, জখমদের উদ্ধারের কাজ চলছে। মহারাষ্ট্রের ভান্ডারার জওহরনগরে রয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের এই সংস্থার কারখানা। সংবাদমাধ্যম সূত্রের খবর, বিস্ফোরণে একাধিক মৃত্যুর আশঙ্কা রয়েছে। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে কিছু জানানো হয়নি।
বিস্ফোরণের পরেই এলাকায় পৌঁছয় পুলিশ। দমকল বাহিনী এবং একাধিক অ্যাম্বুল্যান্স নিয়ে যাওয়া হয়েছে ঘটনাস্থলে। সংবাদমাধ্যম সূত্রের খবর, কারখানার একটি ছাদ ধসে পড়েছে। আর্থমুভারের সাহায্যে ধ্বংসস্তূপ সরানোর কাজ করছে। ANI সূত্রের খবর, ১২ জন আটকে পড়েছে। এখনও পর্যন্ত ২ জনকে উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন:– Jio গ্রাহকদের জন্য সুখবর! ট্রাইয়ের নির্দেশ মেনে দু’টি সস্তার প্ল্যান আনল Jio, জেনে নিন বিস্তারিত
দুপুর পর্যন্ত একজনের মৃত্যুর খবর মিলেছে। বেশ কয়েকজন গুরুতর জখম বলে জানা গিয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সংবাদমাধ্যম সূত্রের খবর, এখনও পর্যন্ত ১২-১৪ জনকে উদ্ধার করা হয়েছে। সাতপুরে পর্বতমালা এলাকায় রয়েছে এই কারখানাটি। ভান্ডারার এই অর্ডন্যান্স ফ্যাক্টরিতে সিঙ্গল বেস ও ডবল বেস প্রপেল্যান্ট, রকেট, উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরণ উৎপাদন করা হয়।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ জানিয়েছেন, জেলাশাসক এবং পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছেছেন, উদ্ধারকাজে রাজ্যের তরফে সব রকমের সাহায্য করা হচ্ছে। প্রতিরক্ষা দপ্তরের সঙ্গে মিলেই উদ্ধারের কাজ করছে রাজ্য।
ভান্ডারার অর্ডন্যান্স ফ্যাক্টরিতে বিস্ফোরণের ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মৃত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। এই ঘটনায় কেন্দ্রের বিজেপি সরকারের দিকে আঙুল তুলেছেন মহারাষ্ট্র কংগ্রেসের প্রধান নানা পাটোলে।