ফিরছে শীত ? সরস্বতী পুজোর আগেই হাওয়া বদলের কি ইঙ্গিত দিলো আলিপুর ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- শীত বা শীতের আমেজ কোনওটাই নেই। ন্যাপথলিন দিয়ে লেপ-কম্বল গুটিয়ে রাখার কথা ভাবছে বাঙালি মধ্যবিত্ত। তবে কি চলতি মরশুমের মতো শীত ‘শেষ স্টেশন’-এ এসে পৌঁছেছে? আলিপুর আবহাওয়া দপ্তর অবশ্য কিছুটা আশার কথা শোনাচ্ছে। আবহবিদরা জানাচ্ছেন, রবিবার থেকে ফের ভোল বদল হবে আবহাওয়ার।

বুধবারের মধ্যে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে। সরস্বতী পুজো পর্যন্ত থাকবে হালকা শীতের আমেজ। এরপর অবশ্য ধাপে ধাপে বিদায় নেবে শীত। পুজো বা উৎসব মানেই বৃষ্টি নিয়ে আশঙ্কা থাকে সাধারণ মানুষের মনে। সরস্বতী পুজোয় কি রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা? এই প্রসঙ্গে আশ্বস্ত করছেন আবহবিদরা। এখনই বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলেই জানানো হচ্ছে।

আরও পড়ুন:– পুনেতে বিরল রোগের প্রাদুর্ভাব, আক্রান্ত ৭৩ জন, কী এই GB সিনড্রোম?

শনিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। গত কয়েকদিন ধরেই সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে কলকাতা-সহ জেলাগুলিতেও। আবহবিদরা জানাচ্ছেন, ঠান্ডা উত্তুরে হাওয়ার পথ আটকেছে পশ্চিমী ঝঞ্ঝা। আর সেই কারণেই তাপমাত্রা ক্রমশ বাড়ছে। সেই ঝঞ্ঝার প্রভাব কাটায় রবিবার থেকে ফের নামবে তাপমাত্রা। এ দিকে গত ২ থেকে ৩ দিন ধরেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখা গিয়েছে কুয়াশার দাপট। আপাতত তা জারি থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অবশ্য দৃশ্যমানতা বাড়বে।

শনিবার হালকা বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির একাংশে। মঙ্গলবার ফের হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এই জেলাগুলিতে। সকাল সকাল উত্তরবঙ্গের জেলাগুলিতে দেখা যাবে কুয়াশার দাপট। বেলা বাড়লে দৃশ্যমানতা বাড়বে।

আরও পড়ুন:– বড় খবর! কলকাতা হাইকোর্টের নির্দেশে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগ হতে চলেছে রাজ্যে

আরও পড়ুন:– রাজ্যের অ্যাথলিটদের জন্য ‘কল্পতরু’ মমতা, বিস্তারিত জানুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন