ফের খেল দেখাবে পশ্চিমী ঝঞ্ঝা, গায়েব হবে শীত ! বৃষ্টিতে ভিজবে সরস্বতী পুজো ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : জানুয়ারির শেষ লগ্নে এসেও ঠান্ডার বিন্দুমাত্র দেখা পাচ্ছে না রাজ্যবাসী। হালকা ঠান্ডাটাতেই দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে শীত প্রেমীরা। মাঝে মধ্যে দুপুরের দিকে গরম পোশাক পরলে কপালে ঘামের বিন্দু দেখা যাচ্ছে। এই ঠান্ডা তো এই গরম দুইয়ে মিলে বেশ সমস্যায় পড়েছে সকলে। বাড়ছে সর্দি কাশি এবং জ্বরের প্রকোপ।

আবার এদিকে গত কয়েকদিন ধরে ঘন কুয়াশায় ঘুম ভাঙছে শহরের অলিগলি গুলির। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা আসায় যেমন উধাও হচ্ছে শীতের পারদ ঠিক তেমনই বাড়ছে কুয়াশার দাপট। আর এই আবহে ফের নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে চলেছে আগামীকাল অর্থাৎ রবিবার। যেটি পূর্ব ও উত্তর পূর্ব ভারতের প্রভাব ফেলবে। অন্যদিকে আবার জেট স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর ভারতে। মধ্যপ্রদেশ ও পূর্ব বাংলাদেশ রয়েছে ঘূর্ণাবর্ত। কেরল উপকূলে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। যার ফলে ফেব্রুয়ারি পড়ার আগেই গা-ঢাকা দিতে চলেছে ঠান্ডা। জানা যাচ্ছে সরস্বতী পুজো পর্যন্ত হালকা শীতের আমেজ থাকবে। তারপর ধাপে ধাপে শীতের পাকাপাকি বিদায় হবে।

আরো পড়ুন :- স্টেট ব্যাঙ্ক সবার অ্যাকাউন্ট থেকে ২৩৬ টাকা কেটে নিচ্ছে, জানুন কেন কাটা হচ্ছে এই টাকা ?

দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া

আজ অর্থাৎ শনিবার, উইকেন্ডের দিনে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না। অর্থাৎ সব মিলিয়ে পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির প্রভাব পড়বে না। তবে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে রাজ্যে। বেশকিছু জেলায় দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নামতে পারে। বেলার দিকে থাকবে পরিষ্কার আকাশ।

উত্তরবঙ্গে আজকের আবহাওয়া

দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও আজ শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে আগামী মঙ্গলবার দার্জিলিং এবং কালিম্পঙের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু বাকি ছ’টি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। এদিকে আজ সকাল থেকেই দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর ঘন কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে।

আরো পড়ুন :- ঝাঁ চকচকে সেলুনে ঢুকে পড়লো একটা গরু, তারপর যা ঘটলো জানলে মজা পাবেন আপনি

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন