বড় খবর! মহিলারা প্রতিমাসে পাবেন 32,000 টাকা। নতুন প্রকল্প আনলো সরকার। দেখে নিন বিস্তারিত

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মহিলাদের জন্য একের পর এক নতুন প্রকল্প (Government Scheme) এনেছে কেন্দ্র থেকে রাজ্য সরকার। লক্ষ্মীর ভান্ডার, লড়কি বহিন যোজনা, মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট ও আরো নানান ধরনের প্রকল্প চালু করা হয়েছে সরকারের পক্ষ থেকে। তবে সম্প্রতি একটি প্রকল্প আলোচনার কেন্দ্রে। সেই প্রকল্পে মাধ্যমে একজন মহিলা পাবেন প্রতিমাসে ৩২,০০০ টাকা। এখন নিশ্চয়ই ভাবছেন, কোন প্রকল্পের কথা বলা হচ্ছে, আর কিভাবে এই প্রকল্প থেকে সুবিধা পাবেন? আসুন সেই বিষয়ে জেনে নেওয়া যাক বিস্তারিত।

Government Scheme For Womens 2025

মহিলাদের আর্থিকভাবে সাহায্য করা ছাড়াও তাঁরা যাতে সঞ্চয়ের (Investment) প্রতি মনোযোগ দেন সেদিকেও নজর রাখছে সরকার। কারণ বর্তমান সমাজে জীবনধারণ করার জন্য সঞ্চয় করা খুব জরুরী। বর্তমানে বেশিরভাগ মহিলা উপার্জন করেন তাই তাঁরা যাতে এবার সঞ্চয়ের প্রতি বিশেষভাবে গুরুত্ব দেন তাই মহিলাদের জন্য সঞ্চয় সংক্রান্ত একটি নতুন প্রকল্প (Investment Scheme) এনেছে সরকার। এই প্রকল্পে মহিলা দের সঞ্চয়ের ওপর ভালো সুদ প্রদান করা হয়। এই প্রকল্প থেকে মহিলারা প্রতিমাসে ৩২,০০০ টাকা পেতে পারেন। বিশেষভাবে সেই উদ্দেশ্যকে সামনে রেখে এই প্রকল্প নির্মাণ করেছে সরকার।

আরও পড়ুন:– পুনেতে বিরল রোগের প্রাদুর্ভাব, আক্রান্ত ৭৩ জন, কী এই GB সিনড্রোম?

কিভাবে মাসে মাসে ইনকাম করবেন ৩২,০০০ টাকা?

নতুন নির্মিত হওয়া এই প্রকল্পটি মহিলাদের জন্য একটি দুর্দান্ত সঞ্চয় প্রকল্প। যেখানে তুলনামূলক কম বিনিয়োগ করে প্রতিমাসে ভাল ইনকাম করা সম্ভব হয়। মহিলাদের মাসিক ইনকামের জন্য এই বিনিয়োগ প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলে, তাঁদের অর্থের পরিমাণ বৃদ্ধি করে। সরকারের এই প্রকল্পে একজন মহিলা ১০০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারেন। আর একজন মহিলা সর্বোচ্চ বিনিয়োগ করতে পারবেন ২ লক্ষ টাকা। এই প্রকল্পটি চলে দুই বছর ধরে। আপনি যদি একজন অবিবাহিত মহিলা হন, তবে আপনার মায়ের নাম ব্যবহার করে আপনি এই সরকারি স্কিমে বিনিয়োগ করতে পারেন।

এখন প্রশ্ন হলো কিভাবে মাসে মাসে ৩২ হাজার টাকা ইনকাম হবে? আসলে এই প্রকল্পটি আপনার বিনিয়োগের উপর ৭.৫% সুদ দেবে। আর আপনি যদি ২ লক্ষ টাকা সম্পূর্ণ বিনিয়োগ করেন, তবে আপনি প্রতি মাসে মাসে উপার্জন করতে পারবেন ৩২,০০০ টাকা। তবে ১ বছর পর আপনার বিনিয়োগের ৪০% তুলে নেওয়ার বিকল্পও দেওয়া হবে। তাহলে।আর দেরি কেন? সরকারের এই প্রকল্পে বিনিয়োগ করে মাসে মাসে লাভবান হন।

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন