Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- আপনি কি ফোঁড়ার জন্য কষ্ট পাচ্ছেন ? শরীরের বিভিন্ন জায়গায় ফোড়ার কারণে অনেকেই ব্যাথা সহ্য করেছেন নিশ্চয়। তবে জানেন কি, এই ফোড়া কেন হয় ? দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে শরীরের বিভিন্ন স্থানে ফোড়ার সৃষ্টি হয়। আর যার হয় সেই এর মারাত্মক যন্ত্রণা টের পায়। কিন্তু কিছু ঘরোয়া উপায়ে আপনি মুক্তি পেতে পারেন।
এক নজরে দেখুন —–
১. এক মুঠো নিম পাতা বেটে সেটা ফোঁড়ার ওপর লাগান। নিম পাতা ফুটিয়ে সেই ফোটানো জল দিয়ে ধুয়ে নিন ফোঁড়ার জায়গা।
২. কালো জিরা ভালো করে বেটে ফোঁড়ায় উপর লাগাতে পারেন। এক কাপ গরম জলে আধ চামচ কালো জিরে মিশিয়ে দিনে ২ বার খান। এতেও সমস্যা অনেক কমে।
৩. নুন নিয়ে তা গরম জলে ফুটিয়ে নিন তারপর একটা পরিষ্কার কাপড় নিয়ে তা ভিজিয়ে ফোঁড়ার ওপর ১০ মিনিট চেপে রেখে সেঁক দিন।
৪. ২ থেকে ৩ কোয়া রসুন বেটে ফোঁড়ার ওপর লাগান। তাছাড়া ১ কোয়া রসুন গরম করে ফোঁড়ার ওপর রাখুন। তাতে উপকার পাবেন।
আরো পড়ুন :- আপনি থাইরয়েডের সমস্যাতে ভুগছেন ? সচেতন হন এই খাবারগুলি নিয়ে
৫. গরম দুধ বা জলে পাউরুটি ভিজিয়ে নিন আর সেই ভেজা পাউরুটি ফোঁড়ার ওপর লাগান। ব্যাথা কমে যাবে।
৬. পরিষ্কার তুলো টি ট্রি অয়েলে ভিজিয়ে দিনে কয়েক বার ফোঁড়াতে লাগান। যত দিন না কমছে করতে থাকুন।
এই সকল টোটকা মেনে চলুন আর ভালো থাকুন।
Highlights
1. আপনি কি ফোঁড়ার জন্য কষ্ট পাচ্ছেন ?
2. এই সকল টোটকা মেনে চলুন আর ভালো থাকুন
#ফোঁড়া #Health