Bangla News Dunia, দীনেশ : মালদার (Malda) তৃণমূল নেতা দুলাল সরকারের (Dulal Sarkar) খুনের ঘটনার রেশ এখনও কাটেনি। এরই মধ্যে রাজ্যে ফের গুলিবিদ্ধ হলেন আরও এক তৃণমূল নেতা! ঘটনাটি ঘটেছে খোদ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে (Diamond Harbour)। শনিবার সকালে ঘটে যাওয়া এমন ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়াল গোটা রাজ্যে।
আরো পড়ুন :- স্টেট ব্যাঙ্ক সবার অ্যাকাউন্ট থেকে ২৩৬ টাকা কেটে নিচ্ছে, জানুন কেন কাটা হচ্ছে এই টাকা ?
এদিন সকালে ১১ টা নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের নোদাখালি থানার ডোঙারিয়া মনসাতলা এলাকায়। গুলিবিদ্ধ তৃণমূল নেতার নাম কৃষ্ণপদ মণ্ডল। তিনি রায়পুর এলাকার তৃণমূলের যুবনেতা। সকাল বেলায় তিনি যখন বাইকে নিয়ে যাচ্ছিলেন, সেই সময় তাঁকে লক্ষ্য করে তিন দুষ্কৃতী গুলি চালিয়ে পালিয়ে যান। সঙ্গে সঙ্গে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন যুবনেতা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বর্তমানে তিনি চিকিৎসাধীন সিএমআরআই-তে। স্থানীয় সূত্রে জানা যায়, কৃষ্ণপদ সম্প্রতি রাজনীতি থেকে দূরত্ব বাড়িয়ে দিয়েছিলেন। মন দিয়েছিলেন ব্যবসার কাজে। তিনি পিএইচই-এর ঠিকাদারির কাজ করতেন। তাহলে কি ব্যবসায়িক শত্রুতায় তাঁকে গুলি করা হল? নাকি রাজনৈতিক চক্রান্ত? তা কিন্তু স্পষ্টভাবে জানা যায়নি।
আরো পড়ুন :- ঝাঁ চকচকে সেলুনে ঢুকে পড়লো একটা গরু, তারপর যা ঘটলো জানলে মজা পাবেন আপনি
উল্লেখ্য, সম্প্রতি সেবাশ্রয় প্রকল্প উদ্বোধনের সময় ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘দলে গোষ্ঠীকোন্দল আছে। দল বড় হলে সেটাই স্বাভাবিক। তবে গন্ডগোল পাকানো, গুলি, বোমাবাজির মতো ঘটনায় দলের কেউ যুক্ত থাকলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। যদি কেউ কোনও ভাবে দলকে দুর্বল করতে চান, তাঁর বিরুদ্ধে অতীতেও দলের শৃঙ্খলারক্ষা কমিটি ব্যবস্থা নিয়েছে। আগামী সময়েও এর কোনও ব্যতিক্রম হবে না। কোনও অপরাধের সঙ্গে যদি কেউ যুক্ত থাকেন, পুলিশ-প্রশাসন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কাউকেই রেয়াত করা হবে না।’ তাঁর সেই মন্তব্যের কিছুদিন যেতে না যেতেই তাঁরই কেন্দ্রে গুলিবিদ্ধ তৃণমূল নেতা! এমন ঘটনায় হতবাক রাজ্যবাসী।
আরো পড়ুন :- নকল সূর্য বানিয়ে চমকাল চিন
আরো পড়ুন :- ৫,০০০ টাকায় ব্যবসা শুরু করুন, মাসে আয় ৫০,০০০ টাকা ! দেখুন স্বল্প বিনিয়োগের ৫টি ব্যবসা