Bangla News Dunia, বাপ্পাদিত্য:- শেয়ার বাজারে টাকা লাগিয়ে সম্পদ সৃষ্টির জন্য দীর্ঘমেয়াদি বিনিয়োগের পরামর্শ দিয়ে থাকেন ইনভেস্টমেন্ট এক্সপার্টরা। স্বল্পমেয়াদে স্টকের ওঠা-নামা চলতেই থাকে। তা দেখে ঘাবড়ে গিয়ে বিনিয়োগ সরিয়ে নিলে লাভের মুখ দেখা তো হয় না, উল্টে ক্ষতির মুখেও পড়তে হয়। এ রকমই একটি মাল্টিব্যাগার স্টক রয়েছে দেশের শেয়ার বাজারে। ওই স্টকের নাম প্রভেজ লিমিটেড। গত এক বছর ধরেই এই স্টকের দামে পড়েছে। কিন্তু গত পাঁচ বছরের নিরিখে এই স্টকের রিটার্ন চমকে দেওয়ার মতো। পাঁচ বছর আগে যাঁরা এই স্টকে ১ লক্ষ টাকা লগ্নি করেছিলেন। তাঁরা এখন ওই স্টক থেকে রিটার্ন পাচ্ছেন তিন কোটি টাকা। অর্থাৎ লাখপতিকে কোটিপতি বানিয়েছে এই সংস্থার স্টক।
বর্তমানে সময়ে দেশের বিভিন্ন প্রান্তে জনপ্রিয় হয়েছে ইকো-ট্যুরিজ়ম। জনপ্রিয় পর্যটনকেন্দ্রে ইকো ফ্রেন্ডলি রিসর্টের চাহিদা বেড়েছে। প্রভেজ লিমিটেডের ব্যবসা লাক্সারি ইকো রিসর্টের। গত শুক্রবার ২.১৭ শতাংশ কমে এই স্টকের দাম হয়েছে ৬৮০ টাকা। গত সপ্তাহে সাড়ে ৬ শতাংশ দাম পড়েছে এই সংস্থার স্টকের। গত ৬ মাসে প্রায় ১৪ শতাংশ এবং গত এক বছরে ৩১ শতাংশের বেশি দাম কমেছে এই শেয়ারের। স্বল্পমেয়াদের এই রিটার্ন দেখে আপনার মনে হতেই পারে, এই স্টক অলাভজনক। কিন্তু গত পাঁচ বছরে এই স্টকের বৃদ্ধির হিসাবে করলেই বুঝতে পারবেন দীর্ঘমেয়াদি লগ্নির গুরুত্ব। গত পাঁচ বছরে ১৪০০০ শতাংশ দাম বেড়েছে এই স্টকের।
তবে গত কয়েক মাসে খারাপ পারফরম্যান্স হলেও লগ্নিকারীদের আশা, আগামী দিনে ফের ঘুরে দাঁড়াবে এই স্টক। পতনের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর যথেষ্ট পোটেন্সিয়াল রয়েছে এই স্টকে। সে জন্যই এতে নজর রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
বাংলা নিউস দুনিয়া কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)