Bangla News Dunia, দীনেশ : দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump)। আর এবারে ট্রাম্পের প্রশাসনে জায়গা পেয়েছেন অনেক ভারতীয় বংশোদ্ভূতেরাই। এবার সেই তালিকায় যুক্ত হলেন আরও এক ভারতীয় বংশোদ্ভূত কুশ দেশাই (Kush Desai)। প্রাক্তন এই সাংবাদিককে ডেপুটি প্রেস সেক্রেটারি (Deputy press secretary) পদে নিযুক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। শুক্রবার হোয়াইট হাউসের তরফে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। তবে এই কুশ দেশাইয়ের পরিচয় কী?
আরো পড়ুন :- স্টেট ব্যাঙ্ক সবার অ্যাকাউন্ট থেকে ২৩৬ টাকা কেটে নিচ্ছে, জানুন কেন কাটা হচ্ছে এই টাকা ?
জানা গিয়েছে, রাজনীতিতে জনসংযোগের ক্ষেত্রে ব্যাপক অভিজ্ঞতা রয়েছে কুশের। রিপাবলিকান ন্যাশনাল কমিটিতে গবেষণা বিশ্লেষক হিসেবে যোগদানের আগে ওয়াশিংটনে প্রায় ১০ মাস সাংবাদিক হিসেবে কাজ করেছিলেন। রিপাবলিকান ন্যাশনাল কমিটিতে ডেপুটি ব্যাটলগ্রাউন্ড স্টেটস (Deputy Battleground States) এবং পেনসিলভেনিয়া কমিউনিকেশন ডিরেক্টর (Pennsylvania Communications Director) হিসেবেও দায়িত্ব পালন করেছেন কুশ। আমেরিকার ডার্থ মাউথ কলেজ থেকে কলা বিভাগে স্নাতক তিনি। কুশ দ্বিভাষিক, ইংরেজি এবং গুজরাটি উভয় ভাষাতেই সাবলীল তিনি। তবে শুধু কুশই নয়, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন আরও দুই ভারতীয় বংশোদ্ভূত রিকি গিল (Ricky Gill) ও সৌরভ শর্মা (Saurabh Sharma)। রিকি গিলকে জাতীয় নিরাপত্তা পর্ষদের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিভাগের সিনিয়র ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হয়েছে। অন্যদিকে সৌরভ শর্মাকে প্রেসিডেন্টের পার্সোনেল অফিসে নিযুক্ত করা হয়েছে। তাঁর দায়িত্ব হবে কর্মী নিয়ন্ত্রণ ও সরকারি কাজে নিয়োগ সংক্রান্ত বিষয় দেখাশোনা করা।
আরো পড়ুন :- ঝাঁ চকচকে সেলুনে ঢুকে পড়লো একটা গরু, তারপর যা ঘটলো জানলে মজা পাবেন আপনি
প্রসঙ্গত, দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পরই এফবিআইয়ের ডিরেক্টর হিসেবে ভারতীয় বংশোদ্ভূত কাশ্যপ প্রমোদ প্যাটেল এবং আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথ-এর ডিরেক্টর পদ ভারতীয় বংশোদ্ভূত ডঃ জয় ভট্টাচার্যের নাম ঘোষণা করেছিলেন। এবার আরও কয়েকজন জায়গা করে নিলেন ট্রাম্পের ক্যাবিনেটে।
আরো পড়ুন :- নকল সূর্য বানিয়ে চমকাল চিন
আরো পড়ুন :- ৫,০০০ টাকায় ব্যবসা শুরু করুন, মাসে আয় ৫০,০০০ টাকা ! দেখুন স্বল্প বিনিয়োগের ৫টি ব্যবসা