Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পাঁচ বছরের এক শিশু। কিন্ডারগার্টেনে তাকেই চরম অত্যাচারের শিকার হতে হলো। কিন্ডারগার্টেনে গিয়ে পোশাকে মলত্যাগ করে ফেলেছিল সে। অভিভাবকের অভিযোগ, শুধুমাত্র সেই কারণেই চরম হেনস্থা করা হলো ওই শিশুকে। মধ্যপ্রদেশের রেওয়া জেলার ঘটনা। সংবাদমাধ্যম সূত্রের খবর, গত ১৮ জানুয়ারি এই ঘটনাটি ঘটেছিল।
মধ্যপ্রদেশের রেওয়া জেলায় একটি কিন্ডারগার্টেনের পড়ুয়া এই বছর পাঁচেকের শিশু। স্কুলের মধ্যেই পোশাকে মলত্যাগ করে ফেলে সে। কিন্ডারগার্টেনে বাচ্চাদের দেখভালের জন্য কেয়ারটেকার থাকেন, এখানেও ছিলেন একজন। তিনি ওই শিশুকে নিয়ে যান। অভিযোগ, ওই কেয়ারটেকার শিশুর জামাকাপড় খুলে তাকে শৌচাগারে ঠেলে ঢুকিয়ে দেন। অত ছোট শিশুকে নিজে নিজেই সাফ করতে বলা হয়। এখানেই শেষ নয়, ওই শিশুকে শুধুমাত্র একখণ্ড কাপড় দিয়ে জড়িয়ে রাখা হয় বেশ কিছুক্ষণ, তার পরে সেই অবস্থাতেই বাড়িতে পাঠানো হয়। শিশুর বাবা-মা গোটা বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করেছেন। গোটা ঘটনায় কিন্ডারগার্টেন কর্তৃপক্ষকে নিয়েও প্রশ্ন তুলেছে ওই শিশুর বাবা-মা। সংবাদমাধ্যম সূত্রের খবর, বেসরকারি ওই কিন্ডারগার্টেন অভিযুক্ত কেয়ারটেকারকে বরখাস্ত করেছে। রেওয়ার জেলা শিক্ষা দপ্তরের তরফে একটি তদন্ত শুরু করা হয়েছে। ওই জেলার ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার জানিয়েছেন, শিশুর অভিভাবকের তরফে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত শুরু হয়েছে। একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। সেই তদন্ত কমিটি আপাতত শিশুর বাবা-মায়ের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত করা শুরু করেছে।