আধার কার্ড দেখিয়ে 10,000 টাকার লোন নিতে পারবেন। কী কী শর্ত রয়েছে? কিভাবে আবেদন করবেন জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ব্যক্তিগত জীবনে হঠাৎ করে টাকার দরকার হতেই পারে। আর তখন আধার কার্ড দেখিয়ে আপনি লোন (Aadhaar Card Loan) নিতে পারেন। তবে আধার কার্ড দেখিয়ে লোন নিতে হলে কিছু নিয়ম কানুন অবশ্যই মানতে হবে। ব্যক্তিগত লোন নেওয়ার কিছু নিয়ম-কানুন থাকে। শর্তাবলী মেনে চললে আপনিও খুব সহজে পার্সোনাল লোন পেয়ে যাবেন। কিভাবে লোনের জন্য আবেদন করবেন? আজকের প্রতিবেদন থেকে জেনে নিন।

Aadhaar Card Loan 2025

বর্তমানে প্রত্যেক ভারতবাসী কাছেই আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। প্রত্যেকের কাছেই থাকে এই নথি। পরিচয় পত্র হিসেবে এই আধার কার্ড যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনভাবেই বিভিন্ন কাজে আধার কার্ডের প্রয়োজন হয়। আর এই আধার কার্ড থাকলে আপনি পার্সোনাল লোনের (Personal Loan) জন্যও আবেদন করতে পারেন। কিন্তু কিভাবে আবেদন করবেন, আর আধার কার্ড লোনের জন্য কি কি শর্ত মানতে হবে অ্যাপ্লিকেশন করার আগে জেনে রাখা ভালো।

আধার কার্ড দিয়ে লোন নেবেন কিভাবে?

আধার কার্ড দ্বারা লোন নিতে হলে আপনাকে জেনে নিতে হবে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই -য়ের নিয়ম। আর এই নিয়ম বলছে, একজন ব্যক্তি আধার কার্ডের গ্রাহক ব্যাঙ্ক, নন-ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফসি), ফিনটেক সংস্থা থেকে নিতে পারেন ব্যক্তিগত ঋণ। আর ওই ঋণ আবেদনের জন্য আবেদনকারীকে প্রাথমিক নথি হিসাবে জমা করতে হবে আধার কার্ড।

আধার কার্ডের দ্বারা লোন নেওয়ার যোগ্যতা

আধার কার্ডের দ্বারা লোন নিতে হলে আপনার কি কি যোগ্যতা লাগবে? মনে রাখবেন, ১) ২১ থেকে ৬০ বছর বয়সীরা আধার কার্ডের দ্বারা ব্যক্তিগত ঋণ পাবেন। ২) ঋণ পেতে হলে ন্যূনতম আয় বা বেতন হতে হবে ১৫ হাজার টাকা। ৩) অন্যতম গুরুত্বপূর্ণ যে বিষয়টি, আবেদনকারীর ক্রেডিট স্কোর ভাল হতে হবে। তবেই ঋণের অনুমোদন দ্রুত পাওয়ার সম্ভাবনা বাড়বে।

আরও পড়ুন:– ভরসা কমছে মিউচুয়াল ফান্ডে ! ডিসেম্বরে বন্ধ হয়েছে 45 লক্ষ SIP অ্যাকাউন্ট, রইলো বিস্তারিত

আধার কার্ডের দ্বারা লোনের আবেদন

একজন ব্যক্তি প্রধানত দুই ভাবে আধার কার্ডের দ্বারা ব্যক্তিগত লোন পাওয়ার জন্য আবেদন করতে পারেন গ্রাহক। প্রথমত, আবেদনকারী ব্যক্তি ঋণদাতা ব্যাঙ্ক, এনবিএফসি বা ফিনচেক সংস্থার ওয়েবসাইট বা অ্যাপে প্রবেশ করে অনলাইন মাধ্যমে এই ঋণের জন্য আবেদন করতে পারেন। আর দ্বিতীয়ত, আবেদনকারী ব্যক্তি সংশ্লিষ্ট ঋণদাতাদের দফতরে গিয়েও আবেদনপত্র পূরণ করে লোনের জন্য আবেদন করতে পারেন। তবে আবেদনের ক্ষেত্রে ডকুমেন্ট হিসেবে আধার কার্ড লাগবে।

অন্যান্য জায়গায় যেমন পার্সোনাল লোনের ক্ষেত্রে আবেদনকারীকে মাসিক/বার্ষিক আয় ও ঠিকানার প্রমাণপত্র-সহ অন্যান্য নথি জমা করতে হয়, এই ক্ষেত্রে কিন্তু সেসব কিছু জমা করতে হবে না। শুধু তাই নয়, গ্রাহক ইচ্ছে করলে ঘরে বসে অনলাইন মাধ্যমেও আধার কার্ড বিনিময়ে ব্যক্তিগত ঋণের আবেদন করতে পারেন।

তবে এই লোন নেওয়ার ক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআইয়ের সুনির্দিষ্ট গাইডলাইন রয়েছে। যেখান থেকে জানা যায়, সরকারি অথবা বেসরকারী সংস্থার বেতনভোগী, ব্যবসায়ী আর এর পাশাপাশি স্বনিযুক্ত পেশার সঙ্গে যুক্তরা এই পদ্ধতিতে পার্সোনাল লোনের জন্য আবেদন করতে পারবেন।

আরও পড়ুন:– ৫০,০০০ টাকা বেতনে রাজ্যের বিদ্যুৎ দপ্তরে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ চলছে! শীঘ্রই আবেদন করুন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন