Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কেন খুন হতে হলো ছেলেকে? এখনও বুঝতে পারছেন না বাংলাদেশের হিন্দু ছাত্র অর্ণব কুমার সরকারের বাবা। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষায় আর যাওয়া হয়নি অর্ণবের ভাইয়ের। দাদার সৎকার করতে হয়েছে অনিককে। সরকার পরিবারের একটাই প্রশ্ন, কী কারণে খুন করা হলো অর্ণবকে?
শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ খুলনা নগরের তেঁতুলতলা মোড় এলাকায় গুলি করে খুন করা হয় অর্ণবকে। একটি চায়ের দোকানের সামনে মোটরসাইকেলে হেলান দিয়ে চা খাচ্ছিলেন অর্ণব। সেই সময়েই দুষ্কৃতীরা তাঁর উপরে এলোপাথাড়ি গুলি চালায়। একটি গুলি লাগে অর্ণবের মাথায়। স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। মৃত্যু হয় তাঁর।
অর্ণব বাংলাদেশের বাগেরহাটের রামপাল উপজেলার রাজনগর গ্রামের বাসিন্দা। তাঁর বাবা পেশায় ঠিকেদার। পড়াশোনার পাশাপাশি বাবার ব্যবসাও দেখতেন অর্ণব। কেন এই হিন্দু ছাত্রকে খুন করা হলো? তা এখনও স্পষ্ট নয়। বাংলাদেশের সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত ওসি শফিকুল ইসলাম বাংলাদেশের সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ব্যবসা সংক্রান্ত শত্রুতা বা প্রেমের সম্পর্কে তিক্ততার কারণ এই ঘটনা কি না, খতিয়ে দেখা হচ্ছে।
অর্ণবের ছোট ভাই অনিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। শনিবার প্রবেশিকা পরীক্ষা ছিল তাঁর। কিন্তু দাদার সৎকারের জন্য পরীক্ষা দিতে চাননি তিনি। রবিবার দুপুরে ওই ছাত্রের শেষকৃত্য সম্পন্ন হয়। ছেলেকে খুন করা হয়েছে, তা এখনও জানানো হয়নি মা দীপিকা সরকারকে। বাইক দুর্ঘটনাতে প্রাণ গিয়েছে অর্ণবের, এখনও জানেন তিনি।
এই ঘটনায় শোরগোল পড়েছে বাংলাদেশজুড়ে। অর্ণব খুনে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তাঁর পরিবার।
আরও পড়ুন:– চিনকে চাপে ফেলে ইন্দোনেশিয়ার সঙ্গে সখ্য বাড়ানোর পথে ভারত! জানুন বিস্তারিত
আরও পড়ুন:– আধার কার্ড দেখিয়ে 10,000 টাকার লোন নিতে পারবেন। কী কী শর্ত রয়েছে? কিভাবে আবেদন করবেন জানুন