বাংলাদেশকে অনুদান দেওয়া বন্ধ করল আমেরিকা, আরও চাপে ইউনূস সরকার

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বিপাকে পড়তে চলেছে বাংলাদেশ। অনুদান দেওয়া বন্ধ করতে চলেছে আমেরিকা। নয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে, বাংলাদেশে আমেরিকার অনুদানে যে সমস্ত প্রকল্পগুলি চলছিল, সেগুলি বন্ধ করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে, ইউনাইটেড স্টেটস এজেন্সি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (USAID)। সেগুলি বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়ে চিঠি দেওয়া হয়েছে প্রকল্পগুলির রূপদানকারী সংস্থাগুলিকে।

আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তবে ইউনূস বরাবরই ‘ট্রাম্প বিরোধী’ হিসেবেই পরিচিত। অতীতে একাধিক ক্ষেত্রে তাঁকে সরাসরি ট্রাম্পের বিরুদ্ধে মুখ খুলতে দেখা গিয়েছে। তিনি বরাবরই ডেমোক্র্যাট নেতাদের ঘনিষ্ঠ। গত বছর ইউনাইটেড নেশনস-এর সভায় গিয়েও, প্রাক্তন আমেরিকান প্রেসিডেন্ট তথা ডেমোক্র্যাট নেতা বিল ক্লিন্টনের সংস্থার অনুষ্ঠানেই গিয়েছিলেন ইউনূস।

আরও পড়ুন:– কোন ব্যাঙ্ক থেকে পার্সোনাল লোন নেওয়া সুবিধাজনক? প্রসেসিং চার্জ কার বেশি? রইল তালিকা

পাশাপাশি, গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পরই বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের সমালোচনা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ভারতের সুরে গলা মিলিয়ে বার্তা দিয়েছিলেন ইউনূস সরকারকে। কাজেই ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়াটা ইউনূসকে বেশ অস্বস্তিতে ফেলে দিয়েছে বলে ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের।

রোহিঙ্গা সমস্যা-সহ বিভিন্ন মানবিক সমস্যার সমাধানের কথা বিবেচনা করেই বাংলাদেশকে বিপুল পরিমাণ অর্থ সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছিল ইউনাইটেড স্টেটস এজেন্সি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। বিভিন্ন প্রকল্পের জন্য ২০২৩ সালে বাংলাদেশকে ১ হাজার মিলিয়ন ডলারের বেশি সাহায্য দিয়েছিল তারা। কিন্তু, দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পরই শুধু বাংলাদেশ নয়, বিদেশের মাটিতে আমেরিকার যত উন্নয়নমূলক কাজ চলছিল, আগামী ৯০ দিনের জন্য সেগুলি স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। বাংলাদেশেও তাই ইউএসএআইডি-র সাহায্যে যে সমস্ত কাজগুলি চলছিল, সেগুলি অবিলম্বে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন