Bangla News Dunia, জ্যোতিষ গবেষক বিদ্যুৎ ব্যানার্জি :- বৃশ্চিক হল জল রাশি,তবে বৃশ্চিকের জল ফুটন্ত জল এখানে চন্দ্র নিচ হয়, বৃশ্চিক মঙ্গলের ঋনাত্মক রাশি এবং স্থির রাশি। এদের স্থিরতা নির্দিষ্ট সীমানার মধ্যে। এরা বাইরের ধাক্কা খুব বেশি সহ্য করতে পারে না। বেশি ধাক্কা খেলেই এরা বিচলিত বোধ করে।
বৃশ্চিক লগ্নের জাতকদের মধ্যে দেখা যায় প্রবল ইচ্ছা শক্তি,লেগে থাকার প্রবণতা,কঠিন সংকল্প। এরা প্রতিবাদ মোটেই সহ্য করেনা। এরা সারাজীবন পছন্দ ও অপছন্দ করতে করতেই কাটিয়ে দেয়। এরা একটু বিবাদ প্রিয় হয়,বিবাদে অপরকে হারিয়ে এরা সন্তুষ্টি পান। এরা নানা রকম তর্ক বিতর্কে বেশ পটু হন। এরা স্পষ্ট বক্তা,মুখের উপর সব বলতে ভালবাসেন,সত্য ও স্পষ্ট বলতে এরা দ্বিধা বোধ করেন না। অপ্রিয় সত্য কথা মুখের উপর বলে দেয়ার জন্য এরা লোকের কাছে চক্ষুশূল হয়ে পরে। এদের মধ্যে সব বিষয়েই একটু বাড়াবাড়ি ভাব দেখা যায়। তবে এরা শুধু ভাঙতে নয় গড়তেও এরা ভাল পারে।
আরো পড়ুন :- গ্রহ রাজ শনি আপনার জীবনে কি প্রভাব ফেলে বিস্তারিত জানুন
বৃশ্চিক লগ্নের জাতকরা একটু আত্মনির্ভরতা প্রিয় হয়। এরা সবসময় নিজের মত ও ধারণাকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। এরা খুব সহজেই ওপরের দোষ খুঁজে পায় এবং যখন কাউকে আক্রমণ করেন বেশ তীক্ষ্ণ ভাষায় আক্রমণ করেন। এরা বেশ প্রতিদ্বন্দ্বিতা প্রিয় হয়,নিজ ক্ষতি হবে জেনেও এরা অনেক সময় লড়াই করতে প্রস্তুত থাকে।
বৃশ্চিক এর মধ্যে এগুয়েমি এবং যেকোনো রহস্য ভেদ করার প্রবণতা দেখা যায়। তাই এদের মধ্যে ডিটেকটিভ,দার্শনিক,গবেষণা করার ভাব দেখা যায়।
বৃশ্চিকের জাতকদের উচ্চাশা প্রবল থাকে। এরা বিভিন্ন উচ্চ পদ আসীন করার জন্য চেষ্টা করে। এদের সবচেয়ে বড় গুন লেগে থাকা,চট করে ছেড়ে না দেওয়া। এদের জীবনে প্রথম ভাগের চেয়ে শেষ ভাগে অর্থ ভাগ্য ভাল হয়। বৃশ্চিকের কাজকর্মে কিংবা আমোদ প্রমোদে বাড়াবাড়ির জন্য এমনকি অনিয়ন ও অত্যাচারের জন্য শরীর ভেঙে যেতে পারে।
বৃশ্চিক লগ্নের গুরুত্বপূর্ন গ্রহ চন্দ্র ও রবি এদের স্থান ভাল হলে জাতকরা বিশেষ উন্নতি করে।
আরো পড়ুন :- সূর্য গ্রহ আমাদের জীবনে কি প্রভাব দেয় বিস্তারিত জানুন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————-
জ্যোতিষ গবেষক বিদ্যুৎ ব্যানার্জি
চেম্বার নিজ বাসভবন
মেমারি,পূর্ব বর্ধমান
বাস্তু , বিবাহ , ব্যবসা , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
ফোন – 9735587023 ( বুকিং সময় বিকাল 5 টা থেকে রাত্রি ৮ টা)
( ফোন এর মাধ্যমেও প্রেডিকশন দেওয়া হয়)