বাজার খুলতেই ১৯% পতন, কমদামে এখনই কি কিনবেন এই বড় সংস্থার স্টক?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সোমবারের বড় পতনের পর মঙ্গলবার সকালের দিকে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে বাজার। সেনসেক্স, নিফটি ৫০-সহ একাধিক সূচক ঘুরে দাঁড়িয়েছে। ব্যাঙ্ক নিফটির সূচকও সকাল সাড়ে দশটার আগেই ১.৫১ শতাংশ বেড়ে গিয়েছে। কিন্তু এ দিনই বাজার খুলতেই ধস নেমেছে কেইনস টেকনোলজির শেয়ার দরে। প্রায় ২০ শতাংশ কমে গিয়েছিল এই স্টকের দাম। ২০২৫ অর্থবর্ষে সংস্থার আয় কেমন হতে পারে, তার একটি রিপোর্ট প্রকাশের পরেই ধস নামে এই সংস্থার স্টকে। তৃতীয় ত্রৈমাসিকে খুবই ভালো ফল করেছে এই সংস্থা। কিন্তু তার পরেও আগামিদিনের জন্য আয়ের অঙ্কের টার্গেট কমানো হয়েছে। আয় কমে যাবে বলে মনে করেছে সংস্থা। তার পরেই ধাক্কা লেগেছে স্টকের দামে। আগে যত পরিমাণ আয়ের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল, নয়া রিপোর্টে সেই লক্ষ্যমাত্রা কমানো হয়েছে।

আরও পড়ুন:– বদলে যাচ্ছে DA-DR হিসেবের সূত্র-পদ্ধতি! কতটা বাড়বে মাইনে-পেনশন? দেখে নিন

যদিও ইয়ার-অন-ইয়ার বেসিসে অর্থাৎ গত এক বছরে নেট প্রফিটের নিরিখে অনেকটাই লাভবান হয়েছে এই সংস্থা। গত বছরের ডিসেম্বর ত্রৈমাসিকের তুলনায় এই বছরে নেট প্রফিট বা মুনাফা বেড়েছে ৪৭ শতাংশ। প্রথম ত্রৈমাসিকের তুলনায় তৃতীয় ত্রৈমাসিকে সংস্থার আয় বা রেভিনিউ বেড়েছে ৩০ শতাংশ। কেইনস টেকনোলজির সিএফও জয়রাম সম্পথ জানিয়েছেন, তৃতীয় ত্রৈমাসিকে প্রতিরক্ষা, এরোস্পেস-সহ একাধিক সেক্টরে নতুন অর্ডার পেয়েছে সংস্থা। এছাড়া সংস্থার বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে, qip রুটে ১৬০০ কোটি টাকা ফান্ড তুলবে সংস্থা। আমেরিকার একটি সংস্থাকে অধিগ্রহণ করা হবে সেই টাকায়।

মঙ্গলবার বাজার খোলার পর থেকেই ক্রমাগত পড়েছে Kaynes Technology-র শেয়ারের দাম। সকাল ১০টা বেজে ৩৩ মিনিটে ১৯ শতাংশেরও বেশি পড়েছে স্টকের দাম। এই পরিস্থিতিতে লাভ থাকলে স্টক বিক্রি করে দিতে বলছেন বিশেষজ্ঞরা। মেহতা ইকুইটিসের বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রায় ২০ শতাংশ পড়ে গিয়েছে এই শেয়ারটি। ৪৫৬৬-৪৬০০-তে সাপোর্ট মার্ক ছিল, তারও নীচে পড়ে গিয়েছে।

(বাংলা নিউস দুনিয়া কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন