‘নিজেদের শিক্ষিত করুন…’, সইফের সুস্থ হওয়া নিয়ে মুখ খুললেন বোন সাবা

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সইফ আলি খানের উপর হামলার পর থেকেই প্রতিদিন নিত্যনতুন তথ্য প্রকাশ্যে আসছে। তারই মধ্যে হাসপাতাল থেকে একেবারে অন্য মুডে বাড়ি ফিরতে দেখা গিয়েছিল অভিনেতাকে। যা নিয়ে চলছে নানা আলোচনা ও জল্পনা। কারও প্রশ্ন, অস্ত্রোপচারের পর এত দ্রুত কী ভাবে সুস্থ হয়ে উঠলেন সইফ? কারও মতে, আদৌ কি ছুরির আঘাত লেগেছিল অভিনেতার? তাঁকে ফিট দেখে নানা মুনির নানা মত। বোঝার উপায় নেই তাঁর উপর হামলা হয়েছে। এ বার অভিনেতার বোন সাবা পতৌদি সমালোচকদের যোগ্য জবাব দিয়েছেন।

অভিনেতার দ্রুত সুস্থ হয়ে ওঠা নিয়ে নানা প্রশ্ন উঠছে। বোন সাবা পতৌদি সমালোচকদের অনুরোধ করেছেন, এ সব নিয়ে বেশি চিন্তা-ভাবনা না করতে। বরং, তার বদলে নিজেদের খানিক শিক্ষিত করার জন্য অনুরোধ করেছেন সাবা। একই সঙ্গে, তাঁর ভাইয়ের চিকিৎসা নিয়ে বিভ্রান্তি দূর করার কথাও বলেছেন।

সাবা পতৌদি ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘নিজেদের একটু শিক্ষিত করুন।’ পাঁচ দিনের মধ্যে সইফের সুস্থ হওয়া নিয়ে হৃদরোগ বিশেষজ্ঞ দীপক কৃষ্ণমূর্তির একটি ভিডিয়ো-সহ বক্তব্যও জুড়ে দিয়েছেন সাবা। ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, চিকিৎসকের ৭৮ বছর বয়সি মা অপারেশনের তিন-চারদিনের মাথায় কী ভাবে হেঁটেছেন।

saba pataudi on saif
সাবা পতৌদির পোস্টছবি: Instagram/saba pataudi
 

প্রসঙ্গত, সইফের উপর হামলা নিয়ে অনেকেই নানা মন্তব্য করেছেন। মহারাষ্ট্রের মন্ত্রী নীতীশ রানে এ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাঁর প্রশ্ন ছিল, কী ভাবে ছুরির আঘাতে জখম হয়ে এত দ্রুত সুস্থ হয়ে উঠলেন অভিনেতা? আদৌ কি চোট লেগেছিল, নাকি সবটাই সাজানো? সাবা ছাড়াও সইফের পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী পূজা ভাট।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন