অর্থ উপার্জন ও ধরে রাখতে চাইলে , আজই ঘর থেকে সরান এই জিনিস গুলো

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia, শ্রী জয়দেব শাস্ত্রী :-  অনেক সময় এমন হয় যে অর্থ উপার্জন করা সত্বেও বাড়িতে অর্থ সঞ্চয় হয় না। অর্থ ধরে রাখতে পারেন না আপনি। আর এর পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে। বাস্তু শাস্ত্র মতে এমন অনেক জিনিস আছে যা বাড়ি থেকে না সরালে আপনার অর্থ হানি তো হতেই পারে ও  তার সাথে অর্থ আগমন ও কম হবে। তাই ওই জিনিস গুলো আপনি বাড়িতে রাখলে আপনার আর্থিক ক্ষতি হতে পারে। তাই আর্থিক উন্নতির জন্য এই জিনিস গুলো আজই বাড়ি থেকে বের করুন।

বাড়িতে কোনো ভাঙা জিনিস পত্র রাখবেন না। বাস্তু মতে ভাঙা বাসন পত্রে খাবার খাওয়া উচিত নয় , কারণ এর ফলে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের ক্ষতি হয়। এছাড়া ভাঙা জিনিস পত্র ঘরে রাখলে আর্থিক উন্নতিতে বাধা আসে। বাড়িতে যদি জলের ট্যাপ থাকে তবে তা অবিলম্বে সারাবার ব্যবস্থা করুন। কারণ বাস্তু মতে জলের ট্যাপ থেকে সর্বদা জল পড়তে থাকলে সেই পরিবারে আয় উন্নতি তেমন হয় না।

আরো পড়ুন :- জানুন বড় সাফল্যের ইঙ্গিত দেয় কোন স্বপ্ন গুলি

বাড়িতে যদি কোনো বন্ধ ঘড়ি থাকে তা হলে অবিলম্বে সেই ঘড়িটি ঠিক করুন। কারণ বন্ধ ঘরে বাড়িতে রাখা শুভ নয়। এই ঘড়ি বাড়িতে রাখলে ও পড়লে তা শুভ নয়। এছাড়া এই ঘড়ি নেতিবাচকতা বৃদ্ধি করে।

মা লক্ষী নোংরাতে বাস করেন না।  তাই নিজের বাড়িতে মা লক্ষীকে রাখতে চাইলে পরিষ্কার পরিছন্ন রাখুন।

বাড়িতে যদি কোনো ফাঁটা দেওয়াল থাকে তবে তা অবিলম্বে ঠিক করুন। এই ফাঁটা দেওয়ালের ফলে বাড়ির অর্থ পরিবারের লোকেদের স্বাস্থ্যের পিছনে খরচ হয়।

পুজোর ঘরে কোনো পুরানো ফুল রাখবেন না। বাড়ির মন্দির সর্বদা পরিষ্কার রাখুন। ঠাকুরের ঘরে পুরানো বাসি মালা  থাকলে দরিদ্রতা আসে।

আরো পড়ুন :- কালসর্প ও সাড়ে সাতি দোষ থেকে মুক্তি পেতে , পালন করুন এই ছোট্ট নিয়ম

————————————————————————–

জ্যোতিষ শ্রী জয়দেব শাস্ত্রী

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের ইউটিউব চ্যানেল ফলো করুন – Joydevsastri or 51kalibari

হস্তরেখা বিশারদ , ফেসরিডার , এছাড়া বিদ্যা , চাকরি , ব্যবসা, কর্ম , বিবাহ , প্রেম , বাস্তু , জটিল মামলা , স্বাস্থ্যে , শত্রু , অর্থনৈতিক সমস্যা , দাম্পত্য জীবনের সমস্যা যে কোনো প্রকার সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন।

” কুষ্টি , ঠিকুজী , হস্তরেখা বিচারে সবার থেকে একটু অন্যরকম তাই প্রশংসিত ”

চেম্বার – মধ্যমগ্রাম , বাদুরোড , সারদাপল্লি , ৫১ কালীবাড়ি , কোলকাতা।

ফোন – 9831498861 , 9804330361 ( অনলাইন  এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন