Bangla News Dunia, জ্যোতিষ গবেষক বিদ্যুৎ ব্যানার্জি :- ধনু হল অগ্নি রাশি,এটা গুরু এর মূল ত্রিকোণ রাশি,এবং গুরু এর ধনাত্মক রাশি।
ধনু নিজে ধনু ধারণ করে আছে,তার বহন ঘোড়া এদের গতিপথ কঠিন কিন্তু এদের গতির শক্তি জোগাতে হয় না এর বাহন ঘোড়া নিজের শক্তিতে গতিশীল তাই ধনু নিজের আঙুলের ইঙ্গিতে সেই গতিকে নিজের নির্দিষ্ট লক্ষ্যে চালনা করছে।
ধনু লগ্নের জাতকদের মধ্যে অনেক সময় দুরকম স্বভাব দেখা যায়।এদের দ্বি- মুখী প্রকৃতির জন্য এরা খুঁতখুঁতে স্বভাবের হয়। এরা একসময় সাহসী,বেপরোয়া,হটকারী আবার অন্য সময় সাবধানী,গোপন করে অনেক কিছু এবং দ্বিধাগ্রস্থ।
ধনুর মন বোঝা খুবই শক্ত,সে ভিতরে এক বাইরে আর এক।
ধনুর জাতক কর্ম করতে ভালবাসে,সে কাজ সমাপ্ত করে ফেলতে পারলে খুব খুশি সে কর্ম ফলের ব্যাপারে বিশেষ ভাবে না। এরা কখন কখন কাজের মূল্য ভাল পায় না । আবার কখন দেখা যায় ভাল কাজের জন্য এদের সন্মান আপনা থেকেই আসে।
এদের মধ্যে কখনো বৈজ্ঞানিক জ্ঞান আবার কখন দার্শনিক জ্ঞান পরিলক্ষিত হয়।
ধনুর জাতক সাধারণত উদার, আধ্যাতিক প্রবন হয় – তবে সব সময় এই ভাব প্রকাশিত হয় না।
এরা বহুমুখী প্রতিভার অধিকারী,নানা বিষয়ে এদের পান্ডিত্য থাকে। এরা উৎসাহী ও স্বাধীন প্রকৃতির লোক হয়। এরা কার উপর বেশিদিন প্রতিহিংসা পরায়ণ হয় না। এরা কোনটা ন্যায় কোনটা অন্যায় খুব সহজেই ধরতে পারে তাই অন্যায়ের প্রতিবাদ এরা বেশ করা ভাষায় করে থাকে।
আরো পড়ুন :- গ্রহ রাজ শনি আপনার জীবনে কি প্রভাব ফেলে বিস্তারিত জানুন
এদের কথা বার্তা সাধারণত শান্ত ও মধুর হয় তবে কেউ এদের উত্তপ্ত করলে কড়া ভাষায় এরা জবাব দিয়ে থাকে। এদের মধ্যে একটা সতেজ ভাব লক্ষ্য করা যায় তাই এরা বেশি বয়সেও যৌবন ধরে রাখতে সক্ষম হয়। এরা অন্তরে চঞ্চল ও বিক্ষুব্ধ কিন্তু বাইরে শান্ত।
এরা স্বাধীনতা ও আত্মপ্রতয় বেশি মেনে চলে। এরা মান সম্মানের প্রতি বেশি গুরুত্ব দেয়,কিন্তু তবে অনেক সময় মান সন্মান খোয়াতেও হয়। এদের মতবাদের স্থিরতা অনেক কম দেখা যায়। এদের মত বহুবার পরিবর্তন হয়। তাই এদের বোঝা খুব মুশকিল।
এদের কিন্তু অনেক পরিশ্রম করে অর্থ ইনকাম করতে হয়। এদের অনেক সময় স্ত্রী ও পুত্র নিয়ে সমস্যা দেখা যায়।
এদের কান,গলা,ফুসফুস,শরীরের বড় অঙ্গের সমস্যা দেখা যায়।
এই লগ্নে জাত ব্যাক্তি বর্গ হলেন ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর,স্বামী বিবেকানন্দ,টিপু সুলতান।
আরো পড়ুন :- সূর্য গ্রহ আমাদের জীবনে কি প্রভাব দেয় বিস্তারিত জানুন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ গবেষক বিদ্যুৎ ব্যানার্জি
চেম্বার নিজ বাসভবন
মেমারি,পূর্ব বর্ধমান
বাস্তু , বিবাহ , ব্যবসা , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
ফোন – 9735587023 ( বুকিং সময় বিকাল 5 টা থেকে রাত্রি ৮ টা)
( ফোন এর মাধ্যমেও প্রেডিকশন দেওয়া হয়)