Bangla News Dunia, জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- অনেক ক্ষেত্রে দেখা যায় বহু দিনের দাম্পত্য সম্পর্ক হঠাতই ভেঙে যায়। সেই সময় পাশে থাকা মানুষ গুলো বিভিন্ন ভাবে শান্তনা দিয়ে সেই মানুষটিকে আবার একটি স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করেন। সেই অনুযায়ী অনেকেই বলেন বাইরে কোথাও থেকে কয়েক দিন ঘুরে আসুক এতে মন পরিবর্তন হবে।
তবে বাস্তু মতে কিছু জিনিস যদি পালন করা যায় তবে এই পারিবারিক সম্পর্কে ফাটল আটকানো যেতে পারে। আর এই সকল বাস্তু টিপস মানলে দাম্পত্য জীবন সুখের হয়ে উঠতে পারে। এমন কি সম্পর্ক আরো গভীর থেকে গভীরতর হতে পারে। তবে চলুন বাস্তুর এই নিয়ম গুলির সমন্ধে জেনে নেওয়া যাক।
আরো পড়ুন :- এই চারটি গ্রহ ডিভোর্স ও ব্রেকআপ এর জন্য দায়ী , জানুন এর উপায়
১. আপনি যখন খেতে বসবেন তখন দক্ষিণ – পূর্ব দিকে মুখ করে খাবার খান। এর ফলে সম্পর্ক আরো গভীর হবে।
২. আপনার ড্রইংরুমে যেনো চারটির বেশি কোন না হয়। আর এই রুমে টিভি রাখলে টিভি বসান দক্ষিণ – পূর্ব দিকে। এতে সংসারে শান্তি থাকবে।
৩. ড্রইংরুমের রং সব সময় হালকা রঙের রাখুন। যেমন – সাদা , হালকা – সবুজ , হলুদ এই ধরণের রং করুন।
৪. দক্ষিণ – পূর্ব দিককে অগ্নিকোণ বলা হয় তাই ইলেক্ট্রিকের সমস্ত জিনিস এই দিকেই রাখুন।
৫. বাড়ির ড্রইংরুমটি সর্বদা পূর্ব দিকে মুখ করে করার চেষ্টা করুন। কারণ প্রতিদিন সকালে এই দিক থেকে ঘরে সূযরশ্মি প্রবেশ করবে ,যার ফলে ঘরের ভিতর পজিটিভ এনার্জির সৃষ্টি হবে। এছাড়া পশ্চিম দিকেও ঘরের দরজা করতে পড়েন।
আরো পড়ুন :- মাত্র ৫ টি এলাচ আপনার ভাগ্যের চাকা বদলে দিতে পারে , জানুন এর সঠিক ব্যবহার
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————-
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা
ফোন – 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)