Bangla News Dunia, শ্রী জয়দেব শাস্ত্রী :- বাড়িতে ফাঁকা জমি থাকলে প্রতিটি মানুষই সেই ফাঁকা জমিতে কিছু গাছ লাগিয়ে থাকেন। বাস্তু মোতে বাড়িতে কিছু গাছ থাকলে তার ইতিবাচক প্রভাব বাড়িতে পরে , যার ফলে বাড়ির মধ্যে উন্নতি ও সুখ – শান্তি বজায় থাকে। আর এই গাছ বাড়ির সৌন্দর্য বৃদ্ধিতে সাহায্য করে। তবে বাস্তু শাস্ত্রে কিছু গাছ যেমন শুভ তেমনই কিছু গাছ আছে যা বাড়িতে থাকা অশুভ।
আরো পড়ুন :- মানিব্যাগে থাকা এই জিনিস গুলো আপনার আর্থিক সংকট তৈরি করতে পারে !
কলা গাছ :- বাড়িতে যদি কলা গাছ থাকে তবে বাড়িতে সুখ – সমৃদ্ধির প্রবেশ ঘটে। এই কলা গাছ বাড়ির উত্তর – পূর্ব দিকে রোপন করা উচিত , তবে ভালো ফল দায়ক হয়।
তুলসী গাছ :- হিন্দু শাস্ত্র মতে , যে কোনো পুজো পাঠ তুলসী পাতা ছাড়া সম্পূর্ণ হয় না। বাস্তু শাস্ত্র মতে তুলসী গাছ বাড়ির নেতিবাচক শক্তিকে নষ্ট করে। এই তুলসী গাছ বাড়ির পূর্ব বা উত্তর দিকে লাগানো ভালো।
আমলকি :- হিন্দু শাস্ত্র অনুযায়ী আমলকি গাছে ভগবান বিষ্ণুর বাস। শাস্ত্র মতে এটি বিশ্বাস করা হয় যে আমলকি গাছ লাগালে সমস্ত পাপ নষ্ট হয় ও মনের ইচ্ছে পূরণ হয়।
অশোক গাছ :- এই গাছ বাড়ির উত্তর দিকে লাগানো উচিত। এই গাছ বাড়িতে থাকার ফলে বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি দূর হয় ও বাস্তুর সমস্ত দশ মুক্ত হয়।
এছাড়া বাড়িতে কখনোই বট গাছ লাগাবেন না। এই গাছ বাড়িতে লাগানোর পরে যদি সঠিক নিয়ম না মানা হয় তবে পরিবারে চরম দুর্ভোগ আসতে পারে। তবে বট গাছ মন্দিরে অত্যান্ত শুভ। মনে করা হয় বট গাছে ভগবান বাস করেন।
আরো পড়ুন :- ২০২১ সালে এই তিন রাশি মানুষরা কর্মক্ষেত্রে সমস্যায় ভুগতে পারেন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ শ্রী জয়দেব শাস্ত্রী
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের ইউটিউব চ্যানেল ফলো করুন – Joydevsastri or 51kalibari
হস্তরেখা বিশারদ , ফেসরিডার , এছাড়া বিদ্যা , চাকরি , ব্যবসা, কর্ম , বিবাহ , প্রেম , বাস্তু , জটিল মামলা , স্বাস্থ্যে , শত্রু , অর্থনৈতিক সমস্যা , দাম্পত্য জীবনের সমস্যা যে কোনো প্রকার সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মধ্যমগ্রাম , বাদুরোড , সারদাপল্লি , ৫১ কালীবাড়ি , কোলকাতা।
ফোন – 9831498861 , 9830873691 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)