দেশের আর্থিক সমীক্ষা পেশ করল মোদী সরকার !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

budget 2023, nirmala sitharaman

Bangla News Dunia, Pallab : কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদের বাজেট অধিবেশনে অর্থনৈতিক সমীক্ষার রিপোর্ট পেশ করেছেন। এই অর্থনৈতিক সমীক্ষার রিপোর্টে যে গুরুত্বপূর্ণ বিষয়টি উঠে এসেছে তা হল, 2025-’26 অর্থবর্ষে দেশের আর্থিক বৃদ্ধির গতি মন্থর হবে বলে ইঙ্গিত মিলেছে।

আরও পড়ুন:– ডিভোর্স তো শুনেছেন, গ্রে ডিভোর্স শুনেছেন কি, এই ডিভোর্স এখন বাড়ছে

অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, আগামী অর্থবর্ষে দেশের আর্থিক বৃদ্ধির হার বা জিডিপি 7 শতাংশের কম হবে বলে অনুমান করা হচ্ছে, যা 2023-’24 অর্থবর্ষের তুলনায় প্রায় 2 শতাংশ কম। 2023-’24 অর্থবর্ষে দেশের প্রকৃত জিডিপি 8 শতাংশের বেশি ছিল। আসন্ন অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার 6.3 শতাংশ থেকে 6.8 শতাংশের মধ্যে থাকতে পারে বলে সেখানে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি, দেশের আর্থিক বৃদ্ধির গতিও মন্থর হতে পারে বলে অনুমান করা হয়েছে।

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শুক্রবার লোকসভায় 2024-25 আর্থিক বছরের জন্য যে অর্থনৈতিক সমীক্ষা পেশ করেছেন, তাতে চলতি অর্থবর্ষে খাদ্যদ্রব্যের মুদ্রাস্ফীতির হার যথেষ্ট উদ্বেগজনক ছিল বলে আর্থিক সমীক্ষা রিপোর্টে উল্লেখ করা হয়েছে। 2024-2025 অর্থবর্ষের শেষ তিন মাসে খাদ্যের মুদ্রাস্ফীতি হ্রাস পাবে বলে আশা করা হয়েছে। লগ্নির ক্ষেত্রে মন্দা এসেছে বলে অর্থনৈতিক সমীক্ষার রিপোর্টে উল্লেখ করা হয়েছে। যদিও এই মন্দা পরিস্থিতি অস্থায়ী বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। আসন্ন 2025-’26 অর্থবর্ষে লগ্নির ক্ষেত্রে সূচক ফের ঊর্ধ্বমুখী হবে বলে আশা প্রকাশ করা হয়েছে আর্থিক সমীক্ষার রিপোর্ট।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন