মহিলাকে বিবস্ত্র করে মোটরসাইকেলে বেঁধে ঘোরানো হলো গোটা গ্রাম, মণিপুরকে মনে করালো মোদীর রাজ্য

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ২০২৩-এর জুলাইয়ে হিংসাধ্বস্ত মণিপুরে দুই মহিলাকে নগ্ন করে হাঁটানো হয়েছিল গ্রামের রাস্তা দিয়ে। তাদের ঘিরে ছিল একদল উন্মত্ত পুরুষ। ঘটনার ভয়াবহতা উপলব্ধি করে কেঁপে উঠেছিল গোটা ভারত। ধারে-ভারে হয়তো সেই ঘটনার সঙ্গে মিল নেই। তবে এ বার একই ভাবে জনসমক্ষে এক মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর অভিযোগ উঠল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটে। শুক্রবার (৩১ জানুয়ারি), এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১২ জনকে গ্রেপ্তার করল দাহোদ থানার পুলিশ।

মণিপুরের মতোই গুজরাটের এই ঘটনার কথাও জানা গিয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া এক ভিডিয়ো থেকে। তবে তফাৎ হলো, এই ক্ষেত্রে প্রায় সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার এবং পুলিশ। পুলিশ জানিয়েছে ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে ২৮ জানুয়ারি, গুজরাটের দাহোদ জেলার ধলমিশাল গ্রামে। বর্তমানে এক খুনের মামলায় জেলে আছে নির্যাতিত মহিলার স্বামী। এই অবস্থায় ৩৫ বছর বয়সি ওই মহিলার বিরুদ্ধে ওই একই গ্রামের এক ব্যক্তির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে।

ঘটনার দিন ওই ব্যক্তিরই বাড়িতে গিয়েছিলেন মহিলা। তাঁর শ্বশুর এবং তাঁর দেওরের নেতৃত্বে গ্রামবাসীরা বাড়িটি ঘিরে ফেলে। তার পর মহিলাকে সেই বাড়ি থেকে টেনে বের করে মারধর করা শুরু করে। পুলিশ জানিয়েছে, এক সময় উন্মত্ত জনতা জনসমক্ষেই মহিলার সব পোশাক ছিঁড়ে নেয়। এর পর বিবস্ত্র অবস্থায় তাঁকে একটি মোটরসাইকেলের সঙ্গে শিকল দিয়ে বাঁধা হয়। ওই অবস্থায় মোটরসাইকেল চালিয়ে তাঁকে হেঁচড়ে-হেঁচড়ে ঘোরানো হয় গোটা গ্রাম।

এই জঘন্য কাজের ভিডিয়ো রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে দেওয়া হয়। ভিডিয়োতে দেখা গিয়েছে, গ্রামের পথ দিয়ে তাঁকে টেনে নিয়ে যাওয়ার সময় মহিলা তাঁকে ছেড়ে দেওয়ার জন্য কাতর আবেদন করছেন। কিন্তু, জনতার তাতে মন ভেজেনি। তাঁকে মোটরসাইকেলের সঙ্গে বেঁধে তারা নির্যাতন করেই চলে।

ঘটনাটি জানার পর, ২৯ জানুয়ারিই ১৫ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল পুলিশ। তদন্ত নেমে তারা জানতে পারে, নির্যাতিতাকে তাঁর শ্বশুরবাড়িতে একটি ঘরে তালাবদ্ধ করে রাখা হয়েছে। ওই দিনই তাঁকে সেখান থেকে উদ্ধার করা হয়। তবে পুলিশ আসার খবর পেয়েই পালিয়েছিল অভিযুক্তরা। এ দিন চিরুনি তল্লাশি চালিয়ে তাদের মধ্য়ে ১২ জনকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। এই ১২ জনের মধ্যে চার জন মহিলা এবং চার জন নাবালকও আছে।

অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় অপহরণ, অন্যায়ভাবে আটকে রাখা, শালীনতা লঙ্ঘন এবং পোশাক খুলে নেওয়ার উদ্দেশ্যে আক্রমণের মতো গুরুতর অভিযোগে মামলা করেছে পুলিশ। তথ্য ও প্রযুক্তি আইনের প্রাসঙ্গিত ধারাতেও মামলা করা হয়েছে। জনসাধারণকে ভাইরাল ভিডিয়োটি আর কোথাও না পোস্ট করার বিষয়ে সতর্ক করেছে পুলিশ। এই নির্দেশ না মানলে দোষীদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তারা।

এই ঘটনাকে কেন্দ্র করে উস্কে উঠেছে রাজনৈতিক বিতর্কও। বিরোধী দল কংগ্রেস এবং আম আদমি পার্টি এই ঘটনার প্রেক্ষিতে গুজরাটের বিজেপি সরকারের তীব্র নিন্দা করেছে। এ দিকে, রাজ্য সরকার জানিয়েছে, তারা এই ঘটনার স্বতঃপ্রণোদিত তদন্ত করছে। রাজ্য সরকারের মুখপাত্র ঋশিকেশ প্যাটেল বলেছেন, ‘এটি গুজরাট রাজ্য এবং গোটা সমাজের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনক ঘটনা। আমরা ঘটনার স্বতঃপ্রণোদিত তদন্ত করছি এবং অপরাধীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।’

আরও পড়ুন:– কুম্ভের মতো দুর্ঘটনা বাংলায় হলে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলত বিজেপি, কটাক্ষ অভিষেকের

আরও পড়ুন:– কলকাতা সিটি সিভিল কোর্টে প্রচুর কর্মী নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন