এই রং গুলি পরিবর্তন করতে পারে আপনার ভাগ্য , জানুন এদের গুরুত্ব

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia, জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :-  রং আমাদের জীবন ও স্বাস্থ্যের উপর খুবই প্রভাব ফেলে। আমাদের জীবনে রং অত্যান্ত গুরুত্বপূর্ণ জিনিস। রং আমাদের জীবনের কাজকে ও প্রভাবিত করে থাকে। এই রং আমাদের মধ্যে ইতিবাচক ও নেতিবাচক দুরকম প্রভাবই ফেলে। চলুন রং আপনার অর্থভাগ্য কি ভাবে পরিবর্তন করতে পারে জেনে নেওয়া যাক।

সবুজ রং :- এই রং স্বাস্থ্যে , উন্নয়ন , শক্তিতে পরিপূর্ণ জীবনের প্রতীক। ঘরে এই রং ব্যবহার করা শক্তি ও নতুনত্বের অনুভূতি প্রদান করে।

লাল রং :- এই রং আবেগ , সাহস , ভালোবাসা প্রকাশ পায়। এই রং বাড়ির প্রবেশদ্বারে ব্যবহার করলে বাড়ির লোকেদের আর্থিক খ্যাতি বৃদ্ধি করে।

আরো পড়ুন :- একটি রুপোর আংটি , বদলে দিতে পারে আপনার ভাগ্য

সাদা রং :- এই রং শান্তি, সতেজনা , ও নতুন সূচনা প্রকাশ পায়। ঘরের দেওয়ালে এই রং ব্যবহার করলে আপনি মানসিক শান্তি অনুভব করবেন।

গোলাপি রং :- এই রং ঘরের যেকোনো জাগায় ব্যবহার করতে পারেন। এই রং প্রেমের রং। এই রং আপনাকে আর্থিক ভাবে উপকার দিয়ে থাকে।

বেগুনি রং :- আপনি যেই ঘরে বসে পড়াশুনো করেন বা কাজ করেন বা অফিসে এই রং ব্যবহার করতে পারেন। যেখানে আপনি মনোনিবেশ করেন সেই খানে এই রং ব্যবহার করুন। এই রং একটি প্রাণবন্ত রং।

হলুদ রং :- এই রং সুখ , শান্তি ও সুস্থ থাকার অনুভূতি প্রদান করে। আধ্যাত্বিক কতার সাথে যুক্ত একটি রং হল হলুদ।

কমলা রং :- কমলা রং ঘরে ব্যবহার করলে আর্থিক দিক থেকে উন্নতি লাভ হয়।

নীল রং :- এই রং আর্থিক উন্নতি , স্বাস্থ্যে ও ক্যারিয়ারের জন্য খুবই উপযুক্ত। বাড়ির বাইরের দেওয়ালে এই রং করতে পারেন। শান্তি ও স্থিতিশীলতার জন্য বিবেচিত হয় এই রং।

আরো পড়ুন :- ২০২১ সালে এই তিন রাশি মানুষরা কর্মক্ষেত্রে সমস্যায় ভুগতে পারেন

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

—————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন।

চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা

ফোন – 7908533644 , 9933929211 , 6291733349  ( অনলাইন  এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন