ফেব্রুয়ারি মাসে একগুচ্ছ ছুটি, বন্ধ থাকবে স্কুল, কলেজ অফিস !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : ফেব্রুয়ারি মাসে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। তারপর রয়েছে উচ্চ মাধ্যমিক। এই দুই শ্রেণীর পড়ুয়ারা এখন পরীক্ষার প্রস্তুতি নিতে ব্যস্ত। কিন্তু অন্যান্য ক্লাসের পড়ুয়াদের জন্য এই মাসে রয়েছে ছুটির পর ছুটি। ফেব্রুয়ারি মাসে স্কুলে ক’দিন পঠনপাঠন বন্ধ থাকবে সেটাই জেনে নেওয়া যাক।

একগুচ্ছ ছুটি ঘোষণা

ফেব্রুয়ারি মাসের শুরুতেই রয়েছে সরস্বতী পুজো। সরস্বতী পুজোর জন্য স্কুল দুই দিন ছুটি থাকবে। ফেব্রুয়ারির ২ তারিখ ও ৩ তারিখে স্কুল ছুটি থাকবে। তবে ২ তারিখ পড়েছে রবিবার। ৩ তারিখ সোমবার। একটা ছুটি মার গেল। হিসেব অনুযায়ী এই মাসে দুটো ছুটি মার যাবে। ১৪ ফেব্রুয়ারি পড়েছে শুক্রবার। ওই দিনও স্কুল বন্ধ থাকবে। ১৪ তারিখে রয়েছে পঞ্চানন বর্মার জন্মজয়ন্তী ও সবেবরাত। একই দিনে দুটো উপলক্ষ্য থাকায় আরও একটি ছুটি মার যাচ্ছে।

আরও পড়ুন:– নিষিদ্ধ ঘোষণা ! রাজ্যে 17টা ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্যভবন, দেখে নিন তালিকা

এরপর রয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১ ফেব্রুয়ারি। হিসেব মতো এই দিনও স্কুলে পঠনপাঠন বন্ধ থাকার কথা। তবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, সেদিন স্কুলে যেতে হবে মাতৃভাষা দিবস পালন করার জন্য।

ফেব্রুয়ারিতে পরপর ছুটি

এ গেল পশ্চিমবঙ্গের প্রাথমিক স্কুলের কথা। এবার আসা যাক পশ্চিমবঙ্গের মাধ্যমিক স্তরের স্কুলের প্রসঙ্গে। এখানেও ছুটির তালিকা মোটামুটি একই। সরস্বতী পুজোর জন্য ২ ফেব্রুয়ারি এবং ৩ ফেব্রুয়ারি ছুটি, ১৪ ফেব্রুয়ারি স্কুল ছুটি থাকবে পঞ্চানন বর্মার জন্মজয়ন্তী এবং সবেবরাতের জন্য ও ২৬ ফেব্রুয়ারি ছুটি থাকবে মহাশিবরাত্রি উপলক্ষ্যে।

এবারের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ১০ ফেব্রুয়ারি থেকে, চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। যে যে স্কুল পরীক্ষা কেন্দ্র হিসেবে দায়িত্ব পায়, সেই সমস্ত স্কুলে পরীক্ষার দিনগুলো অন্যান্য ক্লাসের পঠনপাঠন বন্ধ রাখা হয়।

আরও পড়ুন:– কলকাতা সিটি সিভিল কোর্টে প্রচুর কর্মী নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখুন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন