Bangla News Dunia, দীনেশ :- ঘড়ি ধরে ঠিক সকাল ১১টায় শুরু হল কেন্দ্রীয় বাজেট পেশ। শনিবার সংসদে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ সেরে সংসদে পৌঁছান অর্থমন্ত্রী নির্মলা। অর্থমন্ত্রীকে নিজে হাতে দই-চিনি খাইয়ে দেন রাষ্ট্রপতি মুর্মু। এই নিয়ে টানা অষ্টম বারের জন্য বাজেট পেশ করেন তিনি। এদিন বাজেট পেশের শুরুতেই সংসদের ভিতরে তুমুল হট্টগোল শুরু করেন বিরোধীরা।
আরও পড়ুন:– কুম্ভের মতো দুর্ঘটনা বাংলায় হলে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলত বিজেপি, কটাক্ষ অভিষেকের
এদিন শুরুতেই নির্মলা বলেন, ‘‘বাজেটে মধ্যবিত্তদের গুরুত্ব দেওয়া হবে। গুরুত্ব দেওয়া হবে কৃষক, নারী, ক্ষুদ্রশিল্পে। ৭০ শতাংশ মহিলাকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে উদ্যোগ নেওয়া হবে। আমাদের কাছে আগামী পাঁচ বছর উন্নয়নের সুযোগ রয়েছে।’’ বিদ্যুৎ, কৃষি এবং ক্ষুদ্রশিল্প-সহ ছ’টি ক্ষেত্রে সংস্কার করা হবে বলেও জানালেন অর্থমন্ত্রী।
আরও পড়ুন:– নিষিদ্ধ ঘোষণা ! রাজ্যে 17টা ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্যভবন, দেখে নিন তালিকা
আরও পড়ুন:– কলকাতা সিটি সিভিল কোর্টে প্রচুর কর্মী নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখুন