Bangla News Dunia, Pallab : ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে ইউনিয়ান বাজেট ২০২৫। অর্থমন্ত্রী নির্মলা সীতারামান বেলা ১১টা বাজতেই বাজেট স্পিচ দিতে শুরু করেন। মধ্যবিত্তদের দীর্ঘদিনের দাবি পূরণ করে আয়করের স্ল্যাবে পরিবর্তন আনা হয়েছে। জানা যাচ্ছে এখন থেকে ১২ লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে ১ টাকাও ট্যাক্স দিতে হবে না। তবে আমজনতার মনে প্রশ্ন থেকেই যাচ্ছে কোন কোন জিনিসের দাম কমল আর কোন জিনিসের জন্য বেশি টাকা গুণতে হবে? চলুন সেই হিসেবেই দেখে নেওয়া যাক আজকের প্রতিবেদনে।
আরও পড়ুন:– কুম্ভের মতো দুর্ঘটনা বাংলায় হলে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলত বিজেপি, কটাক্ষ অভিষেকের
বাজেট ২০২৫ এ সস্তা হল কোন জিনিস?
বেশ কিছু জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে, স্মার্টফোন, LED ও LCD টিভি, লিথিয়াম আয়ন ব্যাটারি, ইলেকট্রিক গাড়ি, চর্মশিল্পের দ্রব্য ইত্যাদির দাম কমেছে।
বাজেটে দাম বাড়ল কিসের?
যেমনটা জানা যাচ্ছে জয়েন্ট টাচ স্ক্রিনের দাম বাড়তে চলেছে। কারণ বাজেটে ইন্টারেক্টিভ ডিসপ্লে প্যানেলের দাম বাড়ানোর কথা বলা হয়েছে। এছাড়াও প্রিমিয়াম স্মার্ট ডিসপ্লে থেকে শুরু করে কিছু ফেবরিকেরও দাম বাড়বে বলে জানানো হয়েছে।