Bangla News Dunia, দীনেশ :- বাড়িতে ঢুকে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক তরুণের বিরুদ্ধে। বৃহস্পতিবার কেরলের চোট্টানিক্কারা এলাকায় ঘটনাটি ঘটেছে। পরে তরুণীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর। অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও পড়ুন:– কলকাতা সিটি সিভিল কোর্টে প্রচুর কর্মী নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখুন
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মায়ের সঙ্গেই থাকতেন ওই তরুণী। তরুণীর বাড়িতে মাঝেমধ্যে বন্ধুদের নিয়ে আসত অভিযুক্ত তরুণ। বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছিলেন স্থানীয়রা। পরিবার সূত্রে খবর, ২৬ জানুয়ারি প্রেমিকার সঙ্গে কোনও বিষয় নিয়ে ঝামেলা হয় তরুণের। এরপর বৃহস্পতিবার তরুণীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও পড়ুন:– নিষিদ্ধ ঘোষণা ! রাজ্যে 17টা ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্যভবন, দেখে নিন তালিকা
তরুণীর মায়ের দাবি, ঘটনার সময় তখন তিনি বাড়িতে ছিলেন না। একটি কাজে বেরিয়েছিলেন। বাড়ি ফিরে মেয়ের কোনও সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হয়। ঘরে ঢুকেই দেখেন, মেয়ে পড়ে আছে। পরে মেয়েকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন তরুণীর মৃত্যু হয়।
আরও পড়ুন:– কুম্ভের মতো দুর্ঘটনা বাংলায় হলে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলত বিজেপি, কটাক্ষ অভিষেকের