‘খুবই ভালো হয়েছে’, কেন্দ্রীয় বাজেট পেশের পরই নির্মলার প্রশংসায় পঞ্চমুখ মোদি

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ :- শনিবার সংসদে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। এই নিয়ে টানা অষ্টম বারের জন্য বাজেট (Union Budget 2025) পেশ করেন তিনি। এদিন সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করার পরই নির্মলা সীতারামনকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তিনি বলেন, ‘সবাই আপনার প্রশংসা করছে, বাজেট খুবই ভালো হয়েছে।’  সূত্রের খবর, বাজেট পেশের পর অর্থমন্ত্রী নির্মলা সীতারমন যেখানে বসেছিলেন সেই বেঞ্চের সামনে যান প্রধানমন্ত্রী। সেখানেই নিজের অষ্টম এবং মোদি ৩.০ সরকারের প্রথম বাজেট পেশের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন:– কুম্ভের মতো দুর্ঘটনা বাংলায় হলে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলত বিজেপি, কটাক্ষ অভিষেকের

এদিন কেন্দ্রীয় বাজেট ঘিরে জনতার প্রত্যাশা ছিল প্রথম থেকেই। বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী জানান, এই বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে মধ্যবিত্ত, কৃষক, মহিলা এবং তরুণ প্রজন্ম। বিদ্যুৎ, কৃষি এবং ক্ষুদ্রশিল্প সহ ছ’টি ক্ষেত্রে সংস্কার করা হবে বলেও জানান অর্থমন্ত্রী। চাকরিজীবীদের ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে শূন্য কর, ক্যানসার সহ বিভিন্ন জীবনদায়ী ওষুধের দাম কমানো, কৃষকদের জন্য ঋণের সীমা বাড়ানো সহ একাধিক বড় ঘোষণা করা হয়েছে বাজেটে। পাশাপাশি বিহারের জন্য ঢালাও বরাদ্দ করা হয়েছে।

আরও পড়ুন:– নিষিদ্ধ ঘোষণা ! রাজ্যে 17টা ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্যভবন, দেখে নিন তালিকা

আরও পড়ুন:– কলকাতা সিটি সিভিল কোর্টে প্রচুর কর্মী নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখুন

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন