Bangla News Dunia, Pallab : এবার চাকরি প্রার্থীদের অপেক্ষার অবসান ঘটল। কারণ সম্প্রতি মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক অফিসিয়াল ওয়েবসাইটে অঙ্গনওয়াড়ি নিয়োগ ২০২৫ (Anganwadi Recruitment 2025) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে প্রায় অসংখ্য শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া চলছে। যার ফলে বেশ খুশি সকলে
চাকরির বিবরণ
সম্প্রতি MWCD নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে কোন পদে কত জনকে নিয়োগ করা হচ্ছে, স্যালারি কত, পদের নাম কী, সমস্ত তথ্য বিস্তারিত ভাবে আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে প্রকাশ করা হল।
অফিসিয়াল ওয়েবসাইট
এই বিজ্ঞপ্তিটি যেই ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়েছে সেটি হল www.wcd.nic.in
পদের নাম
MWCD বা মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক-এর তরফ থেকে অঙ্গনওয়াড়ি নিয়োগের ক্ষেত্রে যে পদের জন্য নিয়োগ করা হচ্ছে সেই দুটি হল হেল্পার এবং সুপারভাইজার
আরও পড়ুন:– নিষিদ্ধ ঘোষণা ! রাজ্যে 17টা ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্যভবন, দেখে নিন তালিকা
শূন্যপদের সংখ্যা
সম্প্রতি MWCD র পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে জানা গিয়েছে ২০২৫ সালের অঙ্গনওয়াড়ি নিয়োগটির মাধ্যমে মোট ৪০০০০ জন যোগ্য ব্যক্তিকে নিয়োগ করা হবে।
বেতন
MWCD বা মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক-এর উল্লেখিত পদে নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন ১০ হাজার টাকা থেকে শুরু করে ৩০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে। পরে যোগ্যতার ভিত্তিতে মাসিক বেতন বাড়ানো হবে বলে জানা গিয়েছে।
MWCD Recruitment 2025 Criteria: MWCD এ উল্লেখিত পদগুলির যোগ্যতা
MWCD বা মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক-এর উল্লেখিত পদে আবেদনের জন্য বেশ কিছু যোগ্যতার কথা উল্লেখ করা হয়েছে, নীচে সেই যোগ্যতা নিয়ে বিস্তারিত উল্লেখ করা হল।
শিক্ষাগত যোগ্যতা
এই সংস্থায় উল্লেখিত দুটি পদের জন্য আবেদন করার জন্য প্রার্থীদের ভিন্ন যোগ্যতা লাগবে। হেল্পারদের ক্ষেত্রে আবেদনকারীদের কমপক্ষে অষ্টম শ্রেণী পাস হতে হবে। এবং সুপারভাইজার পদে আবেদনকারী প্রার্থীদের দ্বাদশ শ্রেণী পাশ করতে হবে বা একটি স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
বয়সসীমা
MWCD বা মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক-এর বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে উল্লেখিত পদে আবেদনের জন্য বয়স সীমা ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত বিভাগের জন্য সরকারী নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হয়েছে। SC/ST এর ক্ষেত্রে ৫ বছরের এবং ওবিসি র ক্ষেত্রে ৩ বছর ছাড় দেওয়া হবে।
MWCD উল্লেখিত পদের নিয়োগ পদ্ধতি
মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক-এর নিয়োগ পদ্ধতিতে নির্বাচন পদ্ধতি তিনটি পর্যায়ে সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। প্রথমে লিখিত পরীক্ষার মাধ্যমে, এরপর ইন্টারভিউ এর মাধ্যমে এবং সর্বশেষে নথি যাচাইকরণ এর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষায় সাধারণ জ্ঞান, যুক্তি, গণিত এবং শিশু বিকাশের মতো কিছু প্রশ্ন দেওয়া হবে। চারটি বিষয়ের ওপর মোট ১০০ নম্বরে পরীক্ষা হবে। সময় দেওয়া হবে ১ ঘণ্টা ৩০ মিনিট। তবে হেল্পারদের ক্ষেত্রে চারি বিষয়ের ওপর মোট ৮০ নম্বরে পরীক্ষা নেওয়া হবে। এবং সময় দেওয়া হবে ১ ঘণ্টা।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথি
মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক-এর নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য যে সকল প্রয়োজনীয় নথি গুলি লাগবে সেগুলি হল সাম্প্রতিক পাসপোর্ট আকারের ছবি, স্ক্যান করা স্বাক্ষর, শিক্ষাগত শংসাপত্র এবং মার্কশিট এবং কাস্ট শংসাপত্র, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড।
MWCD এ উল্লেখিত পদের জন্য আবেদনের পদ্ধতি
আগ্রহী এবং যোগ্য প্রার্থীদেরকে উল্লেখিত পদে আবেদনের জন্য প্রথমে অনলাইনের মাধ্যমে আগ্রহী প্রার্থীরা MWCD এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। হোমপেজে “অঙ্গনওয়াড়ি নিয়োগ 2025” লিঙ্কে ক্লিক করতে হবে । এরপর ইমেল আইডি এবং মোবাইল নম্বর ব্যবহার করে রেজিস্টার করে নিতে হবে। রেজিস্টার হয়ে গেলে লগ ইন করুন এবং প্রয়োজনীয় বিবরণ সহ আবেদনপত্র পূরণ করুন। প্রয়োজনীয় নথির স্ক্যান কপি আপলোড করতে হবে। এবং অবশ্যই ভবিষ্যতের রেফারেন্সের জন্য একটি প্রিন্টআউট বের করে নিতে হবে।
আবেদনের জন্য ফি
অঙ্গনওয়াড়ি নিয়োগ -এর জন্য কোনও আবেদন ফি লাগবে না ।
আবেদন করার সময়সূচি
MWCD বা মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের এই উল্লিখিত পদগুলির আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। গত ১০ জানুয়ারি থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। জানা গিয়েছে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনের শেষ দিন হিসেবে ধার্য করা হয়েছে।
আরও পড়ুন:– কুম্ভের মতো দুর্ঘটনা বাংলায় হলে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলত বিজেপি, কটাক্ষ অভিষেকের