কুম্ভের ভিড়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা তরুণীর, ভিডিয়ো পোস্ট করে জানালেন কী ঘটেছে…

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা উপলক্ষে কোটি কোটি মানুষের ভিড়। সেই ভিড়ে মিশে রয়েছে চোরের দল। এক তরুণী পুণ্যার্থীর অভিযোগ, তাঁর দু’টি মোবাইল ফোন চুরি করে নিয়েছে দুষ্কৃতীরা।

ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করে মিনি ত্রিবেদী নামে ওই তরুণী দাবি করেন, সম্প্রতি বন্ধুবান্ধব ও তাঁর সন্তানদের নিয়ে মহাকুম্ভে গিয়েছিলেন তিনি। গাড়ি পার্কিং লটে রেখে ১৫ কিলোমিটার পথ হেঁটে ত্রিবেণী সঙ্গমে পৌঁছন তাঁরা। সেখানে বহু মানুষের ভিড় ছিল। তরুণীর দাবি, ভিড়ের কারণে তিনি ব্যাগটি সামলে নিয়ে যাচ্ছিলেন। তাঁর ব্যাগে দু’টি আইফোন, একটি স্যামংয়ের ফোন ছিলেন। কেউ ব্যাগ কেটে ফোনগুলি নিয়ে নেয়।

তরুণী বলেন, ‘মহাকুম্ভে চুরিও হচ্ছে। তাই সেখানে গেলে সঙ্গে থাকা দামি জিনিস, নগদ টাকা, ফোন অন্য জায়গায় রেখে যান। ভুল করেও সঙ্গে নিয়ে যাবেন না।’

আরও পড়ুন:–  WEBCSC দপ্তরে চাকরির বিশাল সুযোগ! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন

মৌনী অমাবস্যায় পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটার পর থেকেই কুম্ভমেলার ভিড় নিয়ন্ত্রণ প্রশ্নের মুখে। পদপিষ্ট হয়ে ৩০ জনের মৃত্যু, ৬০ জনের আহত হওয়ার ঘটনায় উত্তরপ্রদেশ সরকার ভিড় নিয়ন্ত্রণে একাধিক গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিয়েছে। নো-ভেহিক্যাল জ়োন থেকে ভিভিআইপি পাস বাতিল, ওয়ান-ওয়ে ট্রাফিক রুট, পড়শি জেলাগুলি থেকে প্রয়াগরাজে গাড়ি ঢোকার ক্ষেত্রে কড়াকড়ি শুরু হয়েছে। মৌনী অমাবস্যার পর ফের অমৃত স্নানের যোগ রয়েছে বসন্ত পঞ্চমীতে। সে দিনও ব্যাপক ভিড়ের সম্ভাবনা রয়েছে মহাকুম্ভে। ইতিমধ্যেই প্রয়াগে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

আরও পড়ুন:– সমস্ত স্টেট ব্যাংকের গ্রাহকদের একাউন্ট থেকে টাকা কেটে নিচ্ছে? কি কারণে টাকা কেটেছে, গ্রাহকদের কি করণীয় জেনে নিন

আরও পড়ুন:– নিষিদ্ধ ঘোষণা ! রাজ্যে 17টা ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্যভবন, দেখে নিন তালিকা

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন