বরকে চমক দিতে কী করলেন নববধূ, দেখুন ভিডিয়ো

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বিয়ের দিন বিশেষ চমক নববধূর। তিনি পরিকল্পনা করেছিলেন নাচ করে বরকে চমকে দেওয়ার। নাচলেনও অসাধারণ। এমনকী সেই নাচ দেখে উৎসাহিত হয়ে নববধূর সঙ্গে যোগ দিয়েছিলেন নতুন বরও। দুজনের নাচের অসাধারণ এই যুগলবন্দি নজর কেড়েছে নেট পাড়ার সকলের। সম্প্রতি এমনই একটি ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।

ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, সবুজ পোশাক পরা এক নববধূ আচমকাই নেচে উঠলেন তাঁর বরকে চমক দেওয়ার জন্য। সঙ্গে বাজছে মামে খানের রাজস্থানী গান ‘লুক ছুপ না জাও জি, মুঝে দরস দিখাও জি, আজি কিউঁ তারসাতে হো, জ়ারা সকল দিখাও জি…..’। তাঁর এই অসাধারণ নাচ দেখে আর থেমে থাকতে পারলেন না নতুন বরও। গানের তালে নেচে উঠলেন তিনিও। খুশিতে মেতে উঠলেন নবদম্পতিও। দুজনের অসাধারণ এই নাচ দেখে উচ্ছসিত আশেপাশের সকলেই।

আরও পড়ুন:–  WEBCSC দপ্তরে চাকরির বিশাল সুযোগ! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন

ভিডিয়োটি ইনস্টাগ্রামে পোস্ট হতেই বাইশ মিলিয়ন ভিউ পেয়েছে। ভাইরালও হয়েছে দ্রুত গতিতে। সঙ্গে কমেন্টেরও ঝড় বয়ে গিয়েছে। ভিডিয়োর ক্যাপশনে লেখা রয়েছে, ‘নববধূর বিশেষ চমক’। জানা গিয়েছে, ওই নবদম্পতির নাম মিত এবং জিনাল।

একজন কমেন্ট করেছেন, ‘আমি এটি হাজার বার দেখলাম। মন ভরে যাওয়ার মতো একটি ভিডিয়ো।’ অন্য একজন কমেন্ট করেছেন, ‘এই জন্যই আমি ইন্টারনেট রিচার্জ করাই। এই নবম্পতিকে দেখে খুবই খুশি।’ আরেক জন্য কমেন্ট করেছেন, ‘দুজনের ভালোবাসার এক অসাধারণ মেলবন্ধন।’

আরও পড়ুন:– সমস্ত স্টেট ব্যাংকের গ্রাহকদের একাউন্ট থেকে টাকা কেটে নিচ্ছে? কি কারণে টাকা কেটেছে, গ্রাহকদের কি করণীয় জেনে নিন

আরও পড়ুন:– নিষিদ্ধ ঘোষণা ! রাজ্যে 17টা ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্যভবন, দেখে নিন তালিকা

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন