Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রাজপথ ধরে শুধু দুধ আর দুধ। কালো পিচের রাস্তা সাদা দুধে তখন ধোয়া হয়ে গেছে। রাস্তা জল দিয়ে ধোয়া হয়। এতো দুধ দিয়ে ধোয়া হয়ে গেল রাস্তা! তাও কি কম দুধ! ১৫ হাজার লিটারের বেশি দুধ দিয়ে ধোয়া হয়ে গেল রাস্তা।
সেই দুধ রাস্তা যেমন ধুয়ে দিল, তেমন পিচ্ছিলও করে দিল রাস্তাটা। সেই দুধ রাস্তা ধোওয়ার পর রাস্তা দিয়ে দুধের একটা গন্ধও ছড়িয়ে পড়েছিল সর্বত্র। এভাবে রাস্তা দুধ দিয়ে ধোওয়া হল কেন? এমন প্রশ্ন উঠতেই পারে।
ঘটনাটা একটু অন্যরকম। আসলে একটি ট্রাক ৪ হাজার ১৬০ গ্যালন দুধ নিয়ে যাচ্ছিল। যা লিটারের হিসাবে দাঁড়ায় ১৫ হাজার ৭৪৭ লিটারের মতন। ট্রাকটি উল্টে যায় হাইওয়েতে।
তারপরই সব দুধ রাস্তায় ছড়িয়ে পড়ে। আর সেই দুধে রাস্তা ভরে যায়। সেখান দিয়ে কোনও গাড়ি চলাচল করতে সমস্যা হচ্ছিল। কারণ দুধের জেরে রাস্তা পিচ্ছিল হয়ে যায়।
খবর যায় দমকলের কাছে। দমকলবাহিনীর কর্মীরা এসে রাস্তা ধোওয়া শুরু করেন। অবশেষে ৩ ঘণ্টা ধরে ধোওয়ার পর রাস্তায় ছড়িয়ে পড়া দুধ পরিস্কার হয়ে যায়। সরিয়ে নিয়ে যাওয়া হয় প্রচুর ছড়িয়ে থাকা দুধের জেরিকেনও।
ফের রাস্তায় যান চলাচল শুরু হয়। ঘটনাটি ঘটেছে ফ্লোরিডার পাম বিচ কাউন্টিতে। তবে রাস্তা পরিস্কার হলেও দুধের গন্ধ তারপরেও দীর্ঘসময় পাওয়া যায় এলাকা জুড়ে।
আরও পড়ুন:– নিষিদ্ধ ঘোষণা ! রাজ্যে 17টা ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্যভবন, দেখে নিন তালিকা